Vivo Phones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোন। ভিভো ওয়াই সিরিজের এই ফোনে রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনে রয়েছে একটি ৪ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। ভিভো ওয়াই সিরিজের এই ফোন ৭.৪৯ মিলিমিটার পুরু। স্লিম ডিজাইনের এই ফোনে রয়েছে থ্রিডি কার্ভ ডিসপ্লে। এআই যুক্ত একাধিক ফিচারের সাপোর্ট রয়েছে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনে। সেই তালিকায় রয়েছে গুগলের সার্কেল টু সার্চ ফিচারও। 

ভারতে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি কনফিগারেশনের মডেল যার দাম ২৬,৯৯৯ টাকা। ফ্রিস্টাইল হোয়াইট, ফেস্ট গোল্ড এবং নেবুলা পার্পল- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোন। ভিভো ইন্ডিয়া ওয়েবসাইট থেকে এখন এই ফোনের প্রি-অর্ডার করতে পারবেন আপনি। আর ফোন অনলাইনে কেনা যাবে ভিভো- র অফিশিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে কেনা যাবে। আগামী ২৭ জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে।  

ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 

  • এই ফোনে ৬.৭৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত থ্রিডি কার্ভ AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা। FuntouchOS 15- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর। 
  • ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। রেয়ার, ফ্রন্ট দুই ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে।
  • ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো-জলে ফোন নষ্ট হবে না। 
  • ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া যাবে। 
  • ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনে ৫জি, ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৪, জিপিএস, ওটিজি- এইসব কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে।