Vivo Phones: আজ, ২০ জুন ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ওয়াই৫৮ ৫জি ফোন (Vivo Y 58 5G)। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। টিপস্টার সুধাংশু আম্ভোরে এক্স মাধ্যমে প্রকাশ করেছেন এই ফোনের রিটেল বক্সের (Retail Box) ছবি। সেখানে থেকেই ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ভিভোর এই ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম। এছাড়াও ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


ভারতে ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনের কোন র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে এবং তার দাম কত হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখে নিন 


ভারতে ভিভো ওয়াই৫৮ ৫জি ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। আর এই মডেলের দাম হতে পারে ১৯,৪৯৯ টাকা। এমনটাই আভাস দিয়েছেন টিপস্টার সুধাংশ্য আম্ভোরে। সবুজ রঙে এই ফোন লঞ্চ হতে পারে দেশে। 


কী কী ফিচার থাকতে পারে ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে, দেখে নিন 



  • এই ফোনে থাকতে পারে ৬.৭২ ইঞ্চির এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে এবং এই ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যেতে পারে। 

  • এই ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর পাশাপাশি র‍্যামের পরিমাণও আরও ৮ জিবি বাড়ানো যাবে। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের শুটার থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

  • ভিভোর এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ফোন ৭.৯৯ মিলিমিটার পুরু হতে পারে। ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনের ওজন ১৯৯ গ্রাম হতে পারে। 


আরও পড়ুন- সবচেয়ে সস্তায় ৫জি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে ভিভো, কোন মডেল লঞ্চ হবে? রইল সম্ভাব্য দাম 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।