নয়াদিল্লি: ভারতে এখন ইলেকট্রিক এসইউভি নিয়ে অনেকের মধ্যেই আগ্রহ দেখা যাচ্ছে। তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়া এবং পরিবেশ দূষণ রোখার জন্য বহু মানুষই বিদ্যুৎচালিত গাড়ির দিকে ঝুঁকছেন। ধীরে ধীরে ভারতের বাজারে ইলেকট্রিক এসইউভি আসছে, তবে এখনও সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি এই ধরনের গাড়িগুলি। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎচালিত গাড়ি সেভাবে বাজার ধরতে না পারার জন্য দাম একটা বড় কারণ হতে পারে। এই ধরনের গাড়িগুলি এখনও মধ্যবিত্তের নাগালে আসেনি। তবে বিশ্বের অন্যতম সেরা গাড়ি প্রস্তুতকারী সংস্থা ভলভো এই ব্যবস্থায় বদল আনার পরিকল্পনা করছে। ইলেকট্রিক এসইউভি-র উপর জোর দিচ্ছে এই সংস্থা। আগামী কয়েক বছরের মধ্যেই মোট বিক্রি হওয়া গাড়ির ৮০ শতাংশই বিদ্যুৎচালিত হবে বলে আশা ভলভোর। প্রতি বছর একটি করে নতুন বিদ্যুৎচালিত গাড়ি বাজারে আনারও পরিকল্পনা রয়েছে ভলভোর।
কিছুদিনের মধ্যেই প্রথম বিদ্যুৎচালিত গাড়ি ‘এক্স সি ৪০ রিচার্জ’ বাজারে আনতে চলেছে ভলভো। এই গাড়ি বিলাসবহুল হলেও, মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই থাকবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। এ বছরের জুন থেকেই বুকিং শুরু হবে। একবার চার্জ দিলে এই গাড়ি নিয়ে ৪১৮ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে বলে জানানো হয়েছে। ৮০ শতাংশ চার্জ দিতে লাগবে ৪০ মিনিট। ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে লাগবে মাত্র ৪.৯ সেকেন্ড।
এই গাড়ির অন্যান্য ফিচার্সও যথেষ্ট আকর্ষণীয়। ট্যুইন ব্যাটারি সেট আপ রয়েছে। এছাড়া স্থায়ীভাবে এডব্লুডি সিস্টেম রয়েছে। পেট্রোলচালিত গাড়ির চেয়ে বিদ্যুৎচালিত গাড়ি একটু আলাদা। ‘এক্স সি ৪০ রিচার্জ’-এ গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে। এছাড়া ‘ভলভো অন কল’ ফিচারও রয়েছে। এই গাড়ি যেমন বিলাসবহুল, তেমনই নিরাপদ।
এবার আসা যাক দামের কথায়। পেট্রোলচালিত ‘এক্স সি ৪০ রিচার্জ’-এর দাম ৪০ লক্ষ টাকা। বিদ্যুৎচালিত গাড়ির দাম একটু বেশি হতে পারে। দাম শুরু হতে পারে ৫০ লক্ষ টাকা থেকে। এই গাড়ি জনপ্রিয় হবে বলেই আশা ভলভোর।