WhatsApp AI Features: হোয়াটসঅ্যাপে আসতে চলেছে একগুচ্ছ এআই ফিচার (WhatsApp AI Features)। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির (Artificial Intelligence) সাহায্যে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার (Profile Picture) তৈরি করা যাবে একথা আগেই শোনা গিয়েছে। এবার জানা গিয়েছে যে, এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা ছবি হোয়াটসঅ্যাপের চ্যাটে অন্যান্য ইউজারদেরও পাঠানো যাবে। এর পাশাপাশি ইউজাররা যাতে সহজে এআই- এর সাহায্যে ছবি তৈরি করতে পারেন হোয়াটসঅ্যাপে, সেই প্রসঙ্গেও ভাবনাচিন্তা করছে অ্যাপ কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে Android beta version 2.24.11.17- এখানে হোয়াটসঅ্যাপের এআই সংক্রান্ত নতুন ফিচারের ঝলক দেখা গিয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo।
কীভাবে কাজ করবে এআই প্রযুক্তি যুক্ত ইমেজ ফিচার
হোয়াটসঅ্যাপে এর জন্য একটি শর্টকাট তৈরি করা হয়েছে। সেখানে ইম্যাজিন লোগো দেখা যাবে। এটি একটি মেটা এআই আইকন। এই বিশেষ আইকন দেখতে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ চ্যাটের অ্যাটাচমেন্ট বক্সে। আপাতত নির্দিষ্ট কিছু ইউজারের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে এই ফিচার উপলব্ধ হয়েছে। সব ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের এই এআই ফিচার চালু হতে দেরি রয়েছে। হোয়াটসঅ্যাপের নতুন এআই প্রযুক্তি যুক্ত ছবি তৈরি করার টুল মেটা এআই দ্বারা পরিচালিত হবে। আর এই ফিচারের সাহায্যে টেক্সট প্রম্পট থেকে ছবি তৈরি করা যাবে।
এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা যাবে হোয়াটসঅ্যাপ স্টিকার
এই ফিচার অনেকটা হোয়াটসঅ্যাপ অবতারের মতো। হোয়াটসঅ্যাপে অনেকেই প্রোফাইল পিকচারের বদলে অবতার ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপে এই অবতার কিংবা স্টিকার যথেষ্ট জনপ্রিয়। এবার শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপে এআই প্রযুক্তির সাহায্যে স্টিকারও তৈরি করা যাবে। এই ফিচার সব ইউজারদের জন্য কবে চালু হবে তা স্পষ্ট নয়। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ হয়তো আগামী কোনও আপডেটে এআই যুক্ত ফিচারগুলি একসঙ্গেই হোয়াটসঅ্যাপ মাধ্যমে চালু করবে ইউজারদের জন্য।
ইউজাররা হোয়াটসঅ্যাপ মাধ্যমে যাতে সহজে ছবি পাঠাতে পারেন এবং তাঁদের নিরাপত্তাও বজায় থাকে, সেই প্রসঙ্গে বরাবরই তৎপর অ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে এইচডি ছবি পাঠানোর সুবিধা অনেক আগেই শুরু হয়েছে। এর ফলে ছবির গুণমান নষ্ট হবে না। অন্যদিকে হোয়াটসঅ্যাপে ইউজারদের নিরাপত্তা বজায় রাখার জন্য 'ভিউ ওয়ান্স' মোডেও ছবি পাঠানো সম্ভব। সেক্ষেত্রে যিনি ছবি পাচ্ছেন তিনি মাত্র একবারই ছবি খুলে দেখতে পারবেন। 'ভিউ ওয়ান্স' মোডে পাঠানো ছবি কোনওভাবেই সেভ করা যাবে না। এইসব ছবির স্ক্রিনশটও নিতে পারবেন না আপনি।
আরও পড়ুন- পোকো এফ৬ ৫জি ফোনের বিক্রি শুরু ভারতে, কী কী অফার রয়েছে ফ্লিপকার্টে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।