Whatsapp Account Banned: ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার (Whatsapp Scam) সংখ্যা ক্রমশ বাড়ছে। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য তাই ফের কড়া পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। মে মাসে ভারতে ৬৫ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ বা ব্যান (WHatsapp Account Banned) করা হয়েছে। বর্তমানে হোয়াটসঅ্যাপে ভয়েস এবং ভিডিও কলের পাশাপাশি বিভিন্ন লিঙ্ক পাঠিয়েও ইউজারদের সঙ্গে প্রতারণা করছে হ্যাকার এবং স্ক্যামাররা। একটু অসাবধান থাকলেই বিপদ। অজান্তেই প্রতারণার জালে জড়িয়ে যাবেন আপনি। তাই সময় থাকতে সাবধান থাকুন।
মে মাসে ভারতে ব্যান ৬৫ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের মে মাসের ইউজার সেফটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই বলা হয়েছে যে ২০২৩ সালের মে মাসে ভারতে ৬৫ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ইউজারদের তরফে প্রচুর অভিযোগ জমা পড়ার পরে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ১ থেকে ৩১ মে- এর মধ্যে ৬৫,০৮,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়েছে ভারতে। এর মধ্যে থেকে ২৪,২০,৭০০ অ্যাকাউন্ট কোও অভিযোগ জমা পড়ার আগেই সক্রিয় ভাবে হোয়াটসঅ্যাপের তরফে নিষিদ্ধ করা হয়েছে। বাকি অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ নিয়েছে। প্রথমে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অ্যাকাউন্টগুলি খুঁজে বের করা হয়েছে এবং তারপর খতিয়ে দেখা হয়েছে অভিযোগ। সত্যতা যাচাইয়ের পর ওইসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। জানা গিয়েছে, ৩৯১২টি অভিযোগ জমা পড়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে। এর মধ্যে থেকে ২৯৭টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেক মাসেই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয় ভারতে। এমাসেও তার অন্যথা হয়নি।
এপ্রিল মাসের পরিসংখ্যান
এপ্রিল মাসেও ৭৪ লক্ষের বেশি ভারতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। হোয়াটসঅ্যাপের পেশ করা রিপোর্ট অনুসারে, ১ থেকে ৩০ এপ্রিলের মধ্যে ৭৪ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল ভারতে। মোট ৭৪,৫২,৫০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে ২৪,৬৯,৭০০ অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার আগেই সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপের তরফে। বাকি অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে অভিযোগ অনুসারে এবং হোয়াটসঅ্যাপের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল। জানা গিয়েছে, এপ্রিল মাসে ৪৩৭৭টি অভিযোগ জমা পড়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। এর মধ্যে ২৩৪টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপ। মেটা অধিকৃত এই অ্যাপের মাসে ২ মিলিয়নের বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে বিশ্বজুড়ে। এই বিপুল সংখ্যক ইউজারদের নিরাপত্তাকে বরাবরই মান্যতা দেয় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
আরও পড়ুন- বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?