Whatsapp: বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। নভেম্বর মাসে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ভারতে ৩৭.১৬ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ (Whatsapp Account Banned) করেছে। পরিসংখ্যান অনুসারে, গত মাসের তুলনায় ব্যান অ্যাকাউন্টের সংখ্যা ৬০ শতাংশ বেড়েছে। জানা গিয়েছে, নভেম্বর মাসে হোয়াটসঅ্যাপের তরফে যেসমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে ৯.৯ লক্ষ অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউজারদের অভিযোগ আসার আগেই তা ব্যান করা হয়েছে। এর আগে অক্টোবর মাসে ভারতে ২৩.২৪ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে ৮.১১ লক্ষ অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ আসার আগেই তা ব্যান করা হয়েছিল। 


হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের নভেম্বর মাসের রিপোর্টে জানিয়েছে, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৭,১৬,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৯,৯০,০০০ অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনও অভিযোগ আসার আগেই সক্রিয় ভাবে তা নিষিদ্ধ করা হয়েছে। হোয়াটসঅ্যাপের ভারতীয় অ্যাকাউন্ট চেনা সম্ভব +৯১ নম্বর থাকলে। গত বছর চালু হয়েছে তথ্য প্রযুক্তি সংক্রান্ত কঠোর নিয়ম। সেই নিয়ম অনুসারে অর্থাৎ Information Technology Rules 2021- এর ভিত্তিতে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। যেসমস্ত ডিজিটাল মাধ্যমেও ৫০ লক্ষের বেশি ইউজার রয়েছে তাদের প্রতি মাসে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। সেখানে উল্লেখ থাকবে কী কী অভিযোগ জমা পড়েছে এবং তার ভিত্তিতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। 


অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে হোয়াটসঅ্যাপে বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে। নভেম্বর মাসে ইউজারদের তরফে ৯৪৬টি অভিযোগ জমা পড়েছে হোয়াটসঅ্যাপে। এইসব আবেদনে ৮৩০টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে বলা হয়েছিল। মাত্র ৭৩টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউজারদের নিরাপত্তার জন্য ফের কড়া পদক্ষেপ গ্রহণ করল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। Information Technology Rules, 2021- এর Rule 4(1)(d) অনুসারে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের তরফে এইসব অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন নিয়ম নীতি মেনে চলেনি এইসব অ্যাকাউন্ট। তাই সেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে বরাবরই সচেতন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের সুরক্ষার খাতিরেই নিজেদের নিয়ম নীতি আরও দৃঢ় করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ইউজারদের দেওয়া হয় এন্ড-টু-এন্ড মেসেজ এনক্রিপশনের সুবিধা। তার পাশাপাশি কোনও অ্যাকাউন্টে গন্ডগোল দেখা দিলেই তা ব্যান করে হোয়াটসঅ্যাপ। 


আরও পড়ুন- অনলাইন কেনাকাটা নিয়ে নতুন পরিকল্পনা, এই কাজ করতে চলেছে সরকার