WhatsApp Bans: ফেব্রুয়ারির পরে মার্চে আরও বাড়ল সংখ্যা। হোয়াটসঅ্যাপ সোমবার জানিয়েছে, নতুন আইটি নিয়ম ২০২১ মেনে ভারতে মার্চে মাসে ১৮ লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে কোম্পানি। পরিসংখ্যান বলছে, এই সোশ্যাল মেসেজিং প্ল্যাটফর্ম ফেব্রুয়ারিতেই দেশে ১৪ লাখেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছিল।


WhatsApp Update: কী বলেছে হোয়াটসঅ্যাপ ?
সংস্থার তরফে জানানো হয়েছে, মার্চ মাসে দেশ থেকে আরও ৫৯৭টি অভিযোগ পেয়েছে হোয়াটসঅ্যাপ। তার ভিত্তিতে ৭৪টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে হোয়াটসঅ্যাপের মুখপাত্র বলেছেন, "দেশের আইটি অ্যাক্ট ২০২১ মেনে আমরা ২০২২ সালের মার্চ মাসের জন্য এই ব্যবস্থা নিয়েছি। ইউজারদের নিরাপত্তার প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের নিজস্ব প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমে এই প্ল্যাটফর্মের অপব্যবহার রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।''


WhatsApp Bans: কত অ্যাকাউন্ট নিষিদ্ধ ?
সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ মার্চে 1.8 মিলিয়ন (1,805,000) অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। শেয়ার করা ডেটা অপব্যবহার সনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে ১-৩১ মার্চের মধ্যে WhatsApp এই ভারতীয় অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করেছে। কোম্পানি জানিয়েছে, বছরের পর বছর সংস্থা ধারাবাহিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। পরবর্তীকালে ডেটা অ্যানালিস্টদের সাহায্যে প্ল্যাটফর্ম সুরক্ষিত করতে সক্ষম হয়েছে হোয়াটসঅ্যাপ। 


দেশের নতুন আইটি নিয়ম অনুসারে, ৫০ লক্ষের বেশি ব্যবহারকারী রয়েছে এরকম বড় ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে মাসিক কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করতে হবে। মার্চের রিপোর্ট প্রকাশ করে সেই আইন মেনেছে হোয়াটসঅ্যাপ।সম্প্রতি মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে যে তাদের ডিজিটাল পেমেন্ট পরিষেবায় আরও ব্যবহারকারীদের নিয়ে আসতে ভারতে 'ক্যাশ ব্যাক' প্রচার চালানো হচ্ছে।তিনটে পৃথক কনট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপের ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠালে সংস্থার তরফে তিন বার পর্যন্ত ১১ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়া যাচ্ছে। 


সংস্থার তরফে বলা হয়েছে, 'আমরা হোয়াটসঅ্যাপে পেমেন্টের সম্ভাব্যতা বাড়ানোর উপায় হিসেবে আমাদের ব্যবহারকারীদের পর্যায়ক্রমে ক্যাশব্যাক ইনসেনটিভ অফার করে একটি প্রচার চালাচ্ছি। আমরা পরবর্তী ৫০০ মিলিয়ন ভারতীয়কে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে নিয়ে আসার জন্য আমাদের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসাবে হোয়াটসঅ্যাপে অর্থ আদান-প্রদানের বিষয়ে সচেতনতা চালিয়ে যাব।'


আরও পড়ুন : Mobile Causes Brain Tumor: মোবাইল ব্যবহারে কি ব্রেন টিউমার হয়? গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য