মুম্বই: ন'ম্যাচ খেলে মাত্র ৩ জয়। ৬ পয়েন্ট নিয়ে টেবিলে ৮ নম্বরে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের প্লে অফ স্বপ্ন কার্যত শেষ হতে বসেছে। পয়েন্ট টেবিলের প্রথম চারে শেষ করার সামান্যতম আশা জিইয়ে রাখতে গেলে কেকেআরকে তাদের বাকি ৫ ম্যাচের পাঁচটিতেই জিততে হবে। সেক্ষেত্রে ১৬ পয়েন্টে শেষ করবেন শ্রেয়স আইয়াররা। খাতায় কলমে প্লে অফে যাওয়ার সম্ভাবনা তখনও থাকবে।


প্রেরণা ওয়ার্ন


কলকাতা নাইট রাইডার্সের কাছে এখন সব ম্যাচই তাই মরণ-বাঁচন। সোমবার রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে জিততেই হরবে কেকেআরকে। রাজস্থান যদিও পয়েন্ট টেবিলে অনেক ভাল জায়গায়। ৯ ম্যাচের মধ্যে ৬টি জিতে ১২ পয়েন্ট। তালিকায় তিন নম্বরে রয়েছেন সঞ্জু স্যামসনরা। কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। তারপর থেকে আর কখনও ট্রফি জেতেনি। ওয়ার্নের প্রয়াণের পর তাঁকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছে রাজস্থান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে বিশেষ জার্সি পরে নেমেছিলেন আর অশ্বিন, যুজবেন্দ্র চাহালরা। তবে রাজস্থান ক্রিকেটারেরা চাইবেন ট্রফি জিতে ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে।


ছন্দের খোঁজে


কেকেআরের অধিকাংশ ভরসাযোগ্য ক্রিকেটারই ছন্দে নেই। বেঙ্কটেশ আইয়ারকে রিটেন করেছিল কেকেআর। তাঁর ব্যাটে রান নেই। প্যাট কামিন্সের জন্য ৭.২ কোটি টাকা খরচ করা হয়েছিল। বরুণ চক্রবর্তীকেও রিটেন করা হয়েছিল মোটা টাকায়। কামিন্স ও বরুণের এমন হতশ্রী অবস্থা যে, প্রথম একাদশ থেকে বাদ দিতে হয়েছে। জায়গা হারিয়েছেন অজিঙ্ক রাহানে। এবারের আইপিএলে পাঁচ ওপেনিং জুটি ব্যবহার করেছে কেকেআর। যার মধ্যে শেষ চার ম্যাচে চারটি ওপেনিং জুটি দেখা গিয়েছে নাইট জার্সিতে। কিন্তু লাভ হয়নি। আন্দ্রে রাসেলের ধারাবাহিকতার অভাব। কোন ম্যাচে যে তিনি পারফর্ম করবেন আর কোন ম্যাচে করবেন না, তা কেউই বলতে পারে না।


ভরসা দুই


কেকেআরের ভরসা বলতে একমাত্র অধিনায়ক শ্রেয়স আইয়ারের ফর্ম ও উমেশ যাদবের বল হাতে ছন্দ। প্রায় প্রত্যেক ম্যাচেই রান করছেন শ্রেয়স। উমেশও নতুন বলে আগুন ছোটাচ্ছেন। টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে গেলে পরপর ম্যাচ জেতাই দাওয়াই কেকেআরের। কঠিন হলেও, অসম্ভব নয়। গতবারও একইরকম পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে খেলেছিলেন নাইটরা। সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি কি দেখা যাবে এবার?


আরও পড়ুন: মরসুমের দ্রুততম বল, চেন্নাই ম্যাচে রেকর্ড গড়লেন উমরান মালিক