Upcoming Whatsapp Features: মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp) তিনটি নতুন ফিচারের রোল আউট শুরু করেছে। বিটা ভার্সানেই এই তিনটি ফিচারের রোল আউট শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রথম ফিচারটি হল হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট কিছু চ্যাট লক করে রাখা। এই ফিচারটি আইওএস বিটা ভার্সানে রোল আউট করা হবে। দ্বিতীয় ফিচারটি হল হোয়াটসঅ্যাপের স্টেটাস ফেসবুকেও শেয়ার করার সুবিধা। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে রোল আউট করা হবে। আর তৃতীয় ফিচারটি হল ভয়েস নোট ট্রান্সক্রাইব করা। এটি চালু হবে হোয়াটসঅ্যাপের আইওএস বিটা ভার্সানে। এক্ষেত্র আইওএস ১৬ ভার্সানের প্রয়োজন হবে। এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রে। 


হোয়াটসঅ্যাপ চ্যাট লক- ইউজারের ফোন অন্য কারও হাতে থাকলেও যেন সুরক্ষিত থাকে সেই জন্যই এই ফিচার চালু করা হবে। নির্দিষ্ট কিছু চ্যাট লক করার সুবিধা পাবেন ইউজাররা। এর ফলে সুরক্ষিত থাকবে ইউজারের ব্যক্তিগত কথোপকথন। এমনিতেও হোয়াটসঅ্যাপ লক রাখার সুবিধা রয়েছে। তবে এবার নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রেও উপলব্ধ হতে চলেছে এই ফিচার। মূলত ইউজারদের সুরক্ষা ও নিরাপত্তার কারণেই এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।


ফেসবুকে হোয়াটসঅ্যাপ স্টেটাস শেয়ার- হোয়াটসঅ্যাপের স্টেটাসে ইউজাররা যা শেয়ার করবেন, সেটা সরাসরি শেয়ার করা যাবে ফেসবুকেও। উল্লেখ্য, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের ক্ষেত্রে এই ফিচার চালু রয়েছে। এবার আসতে চলেছে হোয়াটসঅ্যাপেও। এর জন্য অ্যাপ ছেড়ে ইউজারকে বেরোতে হবে না। বরং সরাসরিই হোয়াটসঅ্যাপের স্টেটাসে শেয়ার করা বিষয়বস্তু ফেসবুকেও শেয়ার করা যাবে। 


ভয়েস নোট ট্রান্সক্রাইব- হোয়াটসঅ্যাপে আসা ভয়েস নোট প্লে অর্থাৎ চালু না করেও এই ফিচারের সাহায্যে জেনে নিতে পারবেন ইউজাররা। এই নতুন পরিষেবার নাম ভয়েস ট্রান্সক্রিপশন ফিচার। এর ফলে ফোনে ইয়ারফোন ব্যবহার না করে এবং ভয়েস নোট চালু না করেও তার বিষয়বস্তু জেনে নিতে পারবেন ইউজাররা। 


মার্চেও ভারতে নিষিদ্ধ বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট


মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (Whatsapp) মার্চ মাসেও ৪.৭ মিলিয়নের বেশি অর্থাৎ ৪৭ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট ব্যান (Whatsapp Account Ban) বা নিষিদ্ধ করেছে ভারতে। ১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে এইসব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়েছিল, তার তুলনায় মার্চে বেশি সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে ৪.৫ মিলিয়নের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল ভারতে। তার আগে জানুয়ারি মাসে ২.৯ মিলিয়ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতে ব্যান করেছিল কর্তৃপক্ষ। গতবছর ডিসেম্বর মাসে ৩.৬ মিলিয়নের বেশি হোয়ায়টসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়েছিল ভারতে। এছাড়াও গতবছর নভেম্বর মাসে ভারতে ব্যান বা নিষিদ্ধ হয়েছিল ৩.৭ মিলিয়নের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। 


আরও পড়ুন- সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?