Whatsapp Down: গতকাল প্রায় ২ ঘণ্টার জন্য ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে বন্ধ হয়েছিল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। দীর্ঘক্ষণ পরিষেবা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয় হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপের পেরেন্ট অর্গানাইজেশন মেটা-র (Meta) তরফে এই সমস্যার কারণ খোলসা করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সারা বিশ্বে হোয়াটসঅ্যাপের এই সমস্যার কারণ ছিল জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের ‘টেকনিকাল এরর’ (Technical Error) বা প্রযুক্তিগত সমস্যা। তবে আপাতত এই সমস্যা মিটে গিয়েছে।২৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টা নাগাদ সমস্যা শুরু হয় হোয়াটসঅ্যাপে। প্রাথমিক ভাবে বিষয়টি বুঝতে পারেননি কেউই। কিন্তু কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয় যে কাজ করছে না হোয়াটসঅ্যাপ। কোনওরকম মেসেজ, ছবি, ভিডিও বা অডিও পাঠানো যাচ্ছিল না হোয়াটসঅ্যাপের মাধ্যমে। প্রায় ২ ঘণ্টা ধরে জারি থাকে সমস্যা। এর পর বেলা ২টো ৩০ মিনিট নাগাদ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে হোয়াটসঅ্যাপ পরিষেবা। তবে ‘টেকনিকাল এরর’ বা প্রযুক্তিগত সমস্যার কারণে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপ বন্ধ ছিল একথা প্রকাশ করলেও ঠিক কী ধরনের গোলযোগ দেখা দিয়েছিল তা এখনও প্রকাশ্যে আনেনি মেটা কর্তৃপক্ষ।


এর আগে গত বছর প্রায় ৬ ঘণ্টার জন্য বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। সেই সময়েও এবারের মতো আচমকাই বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ সার্ভিস। তখন হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছিল তাদের ‘ডাউন’ থাকার কারণ হল DNS (Domain Name System)- এই সংক্রান্ত গন্ডগোল। তবে এবারের সমস্যায় এ জাতীয় নির্দিষ্ট কোনও কারণ প্রকাশ করেনি হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা।


কী কী সমস্যা হয়েছিল হোয়াটসঅ্যাপে


কোনও ধরনের মেসেজ, ভিডিও, অডিও কিছুই পাঠানো যাচ্ছিল না হোয়াটসঅ্যাপের মাধ্যমে। করা যাচ্ছিল না ভিডিও বা ভয়েস কল। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ রিসিভও করতে পারেননি ইউজাররা। প্রায় ২ ঘণ্টা ধরে চলতে থাকে এই সমস্যা। Outage tracker, Downdetector জানিয়েছেন ৬৯ শতাংশ ইউজার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে গিয়ে সমস্যায় পড়েছিলেন। অন্যদিকে ২১ শতাংশ ইউজার সার্ভার সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আর ৯ শতাংশ ইউজার কোনওভাবেই এই অ্যাপ ব্যবহার করতে পারছিলেন না।


তবে মেটা অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে গতকাল সমস্যা দেখা গেলেও অন্যান্য সোশ্যাল মিডিয়া মাধ্যম যেমন- ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জারে এই সমস্যা দেখা যায়নি। এই সমস্ত মাধ্যমে পরিষেবা স্বাভাবিকই ছিল।


আরও পড়ুন- ভারতে গুগলকে ৯৩৬.৪৪ কোটি টাকা জরিমানা, এক সপ্তাহে দ্বিতীয়বার !