WhatsApp Features: একগুচ্ছ নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা (WhatsApp Features)। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) ব্যবহার করার ক্ষেত্রে ইউজারদের অভিজ্ঞতা যেন আরও ভাল হয় সেই জন্যই নিত্যনতুন ফিচার লঞ্চ করে সংস্থা। এবার একটি অডিও কল বার (AUdio Call Bar) নিয়ে কাজ করতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ, এমনটাই শোনা গিয়েছে। হোয়াটসঅ্যাপ কল সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়েছে ইউজারদের কাছে। সেই হোয়াটসঅ্যাপ কলের নেভিগেশন উন্নত করার জন্য এই নতুন অডিও কল বার ডিজাইন করা হয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo প্রকাশ্যে এনেছে এই নতুন ফিচারের কথা। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন হোয়াটসঅ্যাপে এই অডিও কল বার চালু হয়ে গেলে অ্যাপের মাধ্যমে আউট গোয়িং কল করার সময় ইউজারদের হাতে নিয়ন্ত্রণ আগের তুলনায় অনেক বেশি থাকবে। অ্যাপাতত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে সীমিত সংখ্যক বিটা টেস্টারদের ক্ষেত্রে এই ফিচার উপলব্ধ রয়েছে। হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানের আপডেটেড মাধ্যমেও এই ফিচার লক্ষ্য করা হয়েছে।
কীভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপের অডিও কল বার
হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে যদি এই অডিও কল বার চালু হয়ে যায় তাহলে ইউজাররা একসঙ্গে একাধিক কাজ করতে পারবেন। যেমন ধরুন একজন ইউজার একটি হোয়াটস অডিও কলের রয়েছে। সেই সময় অ্যাপের মধ্যে অন্যান্য কাজ করার জন্য ওই ইউজার হোয়াটসঅ্যাপ কলটিকে মিনিমাইজ করতে পারবেন। তার ফলে কোনও অসুবিধা হবে না। কারণ স্ক্রিনে অ্যাপের মধ্যে উপরের দিকে কল বারটি থাকবে। সেখান থেকেই আপনি ফোনকল মিউট করতে পারবেন, কলে ফিরতে পারবেন, ফোন কাটতে পারবেন, এমনকি প্রয়োজনে মিউট করতেও পারবেন। অর্থাৎ আউট গোয়িং কলের উপর নিয়ন্ত্রণ থাকবে ভালভাবে। আর কল স্ক্রিনে না ফিরেও কম সময়ে সহজ কাজ করা যাবে।
Wabetainfo জানিয়েছে এই ফিচার ধীরে ধীরে সমস্ত ইউজাদের হোয়াটসঅ্যাপ অ্যাপেই পাওয়া যাবে। তবে প্রথমে লেটেস্ট বিটা ভার্সান এবং অ্যাপের আপডেটেড ভার্সান যাঁরা ব্যবহার করবেন তাঁরা এই ফিচারের সুবিধা পাবেন। তারপর বাকিদের মধ্যেও ছড়িয়ে যাবে হোয়াটসঅ্যাপের এই অডিও কল বারের পরিষেবা। শুধু অ্যান্ড্রয়েড নয় আইওএস ভার্সানেও চালু হবে হোয়াটসঅ্যাপের এই কল বার ফিচার।
আরও পড়ুন- ভিভো ভি৩০ই ফোনের বিক্রি শুরু হয়েছে ভারতে, দেখে নিন দাম এবং বিভিন্ন অফার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।