WhatsApp Features: হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচারের রোল আউট শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম 'মেসেজ ড্রাফট' (WhatsApp Message Drafts)। অনেকসময় আমরা হোয়াটসঅ্যাপে একটা চ্যাটবক্সে মেসেজ লিখতে লিখতে ভুল করে ওই চ্যাটবক্স বেরিয়ে যাই। এরকম হলে ইউজারের লেখা মেসেজ যাতে মুছে না যায় তার জন্যই চালু হয়েছে 'মেসেজ ড্রাফট' ফিচার। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুই ভার্সানেই সব ইউজারদের জন্য প্রয়োজনীয় এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। রোল আউট শুরু হয়েছে বলে প্রথমে সব ইউজার পরিষেবা নাও পেতে পারেন। তবে অল্প কয়েকদিনের মধ্যেই সমস্ত ইউজার এই ফিচারের সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপের ওয়েব মাধ্যমেও প্রযোজ্য রয়েছে এই ফিচার। শুধু ব্যক্তিগত চ্যাটবক্স নয়, হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও এই নতুন ফিচার কার্যকর হবে। ইতিমধ্যেই অনেক হোয়াটসঅ্যাপ ইউজার এই ফিচারের সুবিধা পেতে শুরু করেছেন।
হোয়াটসঅ্যাপে মেসেজ লিখতে লিখতে অনেকসময় আমরা অন্য কাজে উঠে যাই। অনেকসময় হাত লেগে ওই চ্যাটবক্স থেকে বেরিয়ে যাই। কিংবা বেখেয়ালে অন্য চ্যাটবক্সের মেসেজ দেখতে চলে যাই। প্রায় সব ইউজারের সঙ্গেই এই ঘটনা ঘটে। এমনটা হলে ওই অর্ধসমাপ্ত মেসেজ যেন ডিলিট হয়ে না যায়, সেই জন্যই চালু হয়েছে এই 'মেসেজ ড্রাফট' ফিচার। ইউজারদের সুবিধার্থে বরাবরই নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই 'মেসেজ ড্রাফট'- ও তেমনই একটি ফিচার।
হোয়াটসঅ্যাপ স্টেটাসে ইউজারদের জন্য চালু হতে চলেছে একটি বিশেষ সুবিধা
সম্প্রতি শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপে স্টেটাসে যুক্ত হতে চলেছে নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WAbetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেটে কনটেন্ট স্টিকার (Content Sticker) যুক্ত করা যাবে। এর আগে শোনা গিয়েছিল, হোয়াটসঅ্যাপ সংস্থা স্টেটাস আপডেটের জন্য পোল স্টিকার লঞ্চ করতে চলেছে। হোয়াটসঅ্যাপে স্টেটাসে পোল স্টিকার চালু হলে আরও বেশি ইউজার এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপে সংযুক্ত হবে। অর্থাৎ ইউজার ইন্টার্যাকশন বাড়বে হোয়াটসঅ্যাপে। এই ফিচার ইন-চ্যাট পোলের মতোই কাজ করবে। তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ স্টেটাসেই এই ফিচার কার্যকর হবে। হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সানেই নতুন ফিচার চালু হবে বলে জানা গিয়েছে। ইনস্টাগ্রামেও রয়েছে এই ফিচার। ইন্সটাগ্রামে থাকা 'অ্যাড ইয়োর্স' ফিচারের সাহায্যে ইউজাররা নিজের ইন্সটা স্টোরিতে পাবলিক থ্রেড তৈরি করতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।