WhatsApp Features: ইউজারদের অভিজ্ঞতা যাতে সবসময় ভাল হয় সেই জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে (WhatsApp Instant Messaging App) একাধিক নতুন ফিচার প্রায়ই চালু করে। তেমনই একটি নতুন ফিচার নিয়ে এখন কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ সংস্থা। এই নতুন ফিচার চালু হলে ইউজাররা যেকোনও মেসেজের রিপ্লাই বা জবাব হিসেবে পাঠাতে পারবেন ভিডিওবার্তা (whatsApp Features)। খুব সহজে এবং কম সময়ে এই ভিডিও তৈরি করা যাবে এবং পাঠানোর পদ্ধতিও হবে খুবই সহজ। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WA Beta Info- র রিপোর্ট অনুসারে অ্যান্ড্রয়েড ২.২৪.১৪.৫ আপডেটে হোয়াটসঅ্যাপ বিটা যা গুগল প্লে স্টোরে রয়েছে সেখানকার জন্য এই নতুন ফিচার এখন উপলব্ধ হয়েছে। হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচারের রোলিং আউট শুরু করেছে যাতে ইউজাররা হোয়াটসঅ্যাপে আসা মেসেজের রিপ্লাই হিসেবে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ পাঠাতে পারেন খুব তাড়াতাড়ি। 


প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২৩ সালের জুলাই মাসে হোয়াটসঅ্যাপ সংস্থা চালু করেছিল ইনস্ট্যান্ট ভিডিও নোট পাঠানোর সুবিধা। এর মাধ্যমে ইউজাররা সঙ্গে সঙ্গেই ভিডিও রেকর্ড করে তা পাঠাতে পারেন। এবার সেই ভিডিও মেসেজ ফিচারকেই আরও উন্নত করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। একটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। সেখানে দেখা গিয়েছে, একটি নতুন শর্টকাট যুক্ত হয়েছে ভিডিও মেসেজের পাশেই। কিছু সংখ্যক বিটা টেস্টার এই ফিচারের সুবিধা পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অ্যাপের লেটেস্ট ভার্সানে। এই শর্টকাটের মাধ্যমেই কোনও ভিডিও মেসেজের রিপ্লাই দেওয়া আর সহজ এবং কম সময়ের হতে চলেছে। 


আগে ইউজারদের ম্যানুয়াল ভাবে মেসেজ মেনু খুলে রিপ্লাই দিতে হতো। কিংবা ভিডিও মেসেজ রেকর্ড করাও খুব সহজ বা কম সময়ের ছিল না। কিন্তু নতুন আপডেট যুক্ত হলে ভিডিও মেসেজের রিপ্লাই আরও দ্রুত দিতে পারবেন ইউজাররা। শুধু ওই শর্টকাটে ট্যাপ করলেই একটি ভিডিও মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব হবে। আর মেসেজ মেনু খুলতে হবে না। এখন স্বল্প সংখ্যক বিটা ইউজারদের জন্য ইনস্ট্যান্ট ভিডিও মেসেজের কুইক রিপ্লাই ফিচার উপলব্ধ হলেও আগামী দিনে হোয়াটসঅ্যাপের আপডেটে সব ইউজাররা এই ফিচারের সুবিধা পাবেন। আপাতত অ্যান্ড্রয়েড ভার্সানেই এই ফিচার চালু হচ্ছে। আইওএস ভার্সানে কবে এই ফিচার চালু হবে, আদৌ হবে কিনা, সেই প্রসঙ্গে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ কিছু জানায়নি। 


গতবছর হোয়াটসঅ্যাপে চালু হয়েছিল ৬০ সেকেন্ডের ভিডিও রেকর্ড করে সরাসরি কাউকে চ্যাটে সেই ভিডিও মেসেজ পাঠানোর ফিচার। কিন্তু ভিডিও মেসেজ এলে তার রিপ্লাইতে সরাসরি ভিডিও বার্তা পাঠানোর ফিচার আগে চালু হয়নি। এবার সেটাই হতে চলেছে। অর্থাৎ যে ভিডিও মেসেজ আসছে তার পাশেই থাকবে একটি শর্টকাট। সেখানে ট্যাপ করলেই আপনি সরাসরি ওই ভিডিও মেসেজের রিপ্লাই হিসেবে আর একটি ভিডিও মেসেজ রেকর্ড করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে পারবেন। বিন্দুমাত্র অতিরিক্ত সময় খরচ হবে না। এমনকি মেসেজ মেনু খুলে ভিডিও খুঁজে তা পাঠানোর মতো সময়সাপেক্ষ কাজও কমে যাবে। 


আরও পড়ুন- ফিচার ফোনে দেখা যাবে ইউটিউব, পুরনো 'স্নেক গেম' নিয়ে আবার হাজির নোকিয়া 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।