মুম্বই: টেলি অভিনেত্রী হিনা খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। অভিনেত্রী মারণ রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর। তিনি থাইরয়েডে আক্রান্ত বলে খবর মিলেছে। অভিনেত্রী নিজে যদিও কিছু খোলসা করেননি। তবে গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করছিলেন তিনি। তবে ইতিমধ্যেই হিনাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে খবর। (Hina Khan)


কিছু দিন ধরেই ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতপূর্ণ কিছু পোস্ট করতে দেখা গিয়েছে হিনাকে। একটি পোস্টে হিনা লেখেন, 'আমাদের কাহিনির শেষ নেই, আত্মা অবিনশ্বর। লড়াই যত কঠিনই হোক, যোদ্ধার সঙ্গে মিরাকল ঘটে'। 'আল্লাহ্-র উপর সব ছেড়ে দিলাম' বলেও লেখা ছিল পোস্টের ক্যাপশনে।হিনার এই পোস্ট ঘিরে চিন্তা ছড়িয়েছে। তিনি সুস্থ হয়ে ফিরে আসুন, কামনা করেছেন তাঁর অনুরাগীরা। (Hina Khan Cancer News)



হিনা নিজে যদিও কিছু জানাননি এখনও পর্যন্ত, জল্পনা খারিজও করে দেননি। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় এক চিকিৎসকের পোস্ট তুলে ধরেছেন হিনার অনুরাগী। কিছু দিন আগে, হাসপাতালের ওপিডি বিভাগে, থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গে দেখা হয় বলে পোস্টে জানান ওই চিকিৎসক, তাতে জল্পনা জোর পেয়েছে। 




হিনাকে ইতিমধ্যেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও দাবি সামনে এসেছে। সেখানে হিনার চিকিৎসা চলছে বলে দাবি করেছেন নেটিজেনদের একাংশ। কেমোথেরাপির জেরে হিনার মাথার চুলও পড়ে গিয়েছে বলে দাবি করেছেন তাঁরা। 



এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় হিনা। শ্যুটিংয়ের আপডেট দেওয়া থেকে পরিবার, দৈনন্দিন জীবনের ছবিও তুলে ধরেন। ইদে বিশেষ পোস্ট থাকেই। কিন্তু এবছর ইদ-আল-আঝায় তেমন কোনও পোস্ট না করে একটি উক্তি তুলে ধরেন হিনা, যাতে প্রতি মুহূর্তে একটি করে নিঃশ্বাস, একটি করে পা ফেলার কথা লেখা ছিল। সেটি চোখে পড়তেই হিনার স্বাস্থ্যের খোঁজ নেন অনেকে। কিন্তু নায়িকা কোনও জবাব দেননি।