WhatsApp Video Calling: সময় যত এগিয়েছে ততই জনপ্রিয়তা বেড়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপের। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে একের পর এক নতুন ফিচার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp Video Calling Service) কর্তৃপক্ষ। শুধু তাই নয়। আপডেট হয়েছে একদম প্রথম থেকে হোয়াটসঅ্যাপে (WhatsApp Features) থাকা বিভিন্ন ফিচার। তার মধ্যে একটি হল হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং পরিষেবা (WhatsApp Video Calling Features)। প্রাথমিক ভাবে এই সার্ভিস শুধু মোবাইলের ক্ষেত্রেই চালু ছিল। তবে বর্তমানে হোয়াটসঅ্যাপের সমস্ত মাধ্যমে এই ফিচারের সুবিধা উপভোগ করতে পারেন ইউজাররা। আর সেই জন্যই অনেকদিন থেকে ভিডিও কলিং ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। 


তিনটি নতুন ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং পরিষেবায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হোয়াটসঅ্যাপের সব মাধ্যমে সমস্ত ইউজারদের জন্য এই আপডেটগুলি উপলব্ধ হয়ে যাবে। কী কী নতুন সার্ভিস পেতে চলেছেন হোয়াটসঅ্যাপ ইউজাররা, সেটাই এবার দেখে নেওয়ার পালা। প্রসঙ্গত উল্লেখ্য, বাজারে এখন ভিডিও কল করার একগুচ্ছ অ্যাপ রয়েছে। তার মধ্যে বেশ জনপ্রিয় জুম কলিং এবং গুগল মিট। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এই দুই ভিডিও কলিং অ্যাপকে পাল্লা দিতেই হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের ভিডিও কলিং পরিষেবা এবার আরও উন্নত করতে চলেছে। তার ফলে আরও বেশি সংখ্যক ইউজার হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং ফিচার ব্যবহার করবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ। 


হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং পরিষেবায় যুক্ত হতে চলেছে তিনটি নতুন ফিচার (স্মার্টফোন এবং কম্পিউটার, উভয় ক্ষেত্রেই) 


স্ক্রিন শেয়ারিং উইথ অডিও- অর্থাৎ হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন ইউজাররা স্ক্রিন শেয়ারের সুবিধা পাবেন জুম কল কিংবা গুগল মিটের মতো। এর ফলে হোয়াটসঅ্যাপের ভিডিও কলেও এবার থেকে সহজেই অফিসের মিটিং বা যেকোনও মিটিং করা যাবে। প্রয়োজনীয় স্লাইড স্ক্রিন শেয়ার করে দেখানো যাবে। বিটা ভার্সানে এই ফিচার দেখা গিয়েছিল। এখন হোয়াটসঅ্যাপের এই ফিচার অফিশিয়াল হয়েছে। 


ভিডিও কলে বাড়ছে ইউজারের সংখ্যা- এবার থেকে হোয়াটসঅ্যাপের ভিডিও কলে সমস্ত মাধ্যম থেকেই একসঙ্গে ৩২ জন ইউজার যুক্ত হতে পারবেন। আগে এই পরিষেবা শুধু মোবাইলের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। সেই সীমিত ফিচার এবার আসছে আরও বৃহত্তর ভাবে। 


তৃতীয় আপডেট- হোয়াটসঅ্যাপের ভিডিও কলে যিনি স্পিকার থাকবেন তাঁকে সবার আগে স্ক্রিনে দেখা যাবে। কোনও গ্রুপ মিটিংয়ের ক্ষেত্রে এই ফিচার খুবই কার্যকরী হবে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের ভিডিও কলে অডিও এবং ভিডিও, দুইয়েরই গুণমান যেন উন্নত হয় সেই চেষ্টাও চালাচ্ছে অ্যাপ কর্তৃপক্ষ। 


আরও পড়ুন- ১০ মিনিটের চার্জে ইয়ারবাডস চালু থাকবে প্রায় ৭ ঘণ্টা ! একসঙ্গে সংযুক্ত করা যাবে দুটো ডিভাইসে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।