Whatsapp: মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp Features) সম্প্রতি ইউজারদের সুবিধার জন্য একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। শোনা যাচ্ছে, এই নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে ইউজার গুরুত্বপূর্ণ মেসেজ পিন (Pinned Message) করে রাখার সুবিধা পাবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপে চ্যাট বা গ্রুপ পিন করার সুবিধা পান ইউজাররা। এই ফিচারেই সামান্য আপডেট যুক্ত হচ্ছে। নতুন ফিচার হোয়াটসঅ্যাপে এলে ইউজারদের দারুণ সুবিধা হবে। নিমেষের মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ খুজে পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি হোয়াটসঅ্যাপের এই ফিচার লঞ্চের কথা প্রকাশ্যে এনেছে। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাপের একদম লেটেস্ট ভার্সানে এই ফিচার পাওয়া যাবে। 'পিন' মেসেজ সাধারণত ইউজারদের গুরুত্বপূর্ণ মেসেজ কম সময়ে খুঁজে বের করতে সাহায্য করে। হোয়াটসঅ্যাপে নতুন ফিচার চালু হলে এই সুবিধাই পাবেন ইউজাররা। আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, অ্যাপের পরবর্তী আপডেটে যুক্ত হবে এই নতুন ফিচার।


Whatsapp Account Banned: বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ভারতেও এই মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে বেশ চমকে দেওয়ার মতো রিপোর্ট। ডিসেম্বর মাসে ভারতে ৩৭ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ Account Banned) করেছে কর্তৃপক্ষ। ৩৬.৭৭ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ অর্থাৎ ব্যান করা হয়েছে। নভেম্বর মাসের তুলনায় সামান্য কমেছে নিষিদ্ধ অ্যাকাউন্টের সংখ্যা। যে পরিমাণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিসেম্বর ২০২২- এ ভারতে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে ১৩.৮৯ লক্ষ অ্যাকাউন্ট যার ব্যাপারে ইউজাররা অভিযোগ জানানোর আগেই সক্রিয়ভাবে যেগুলি নিষিদ্ধ করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, নভেম্বর মাসে ৩৭.১৬ লক্ষ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে ৯.৯ লক্ষ অ্যাকাউন্ট আগেভাগেই নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। 


ইউজারদের নিরাপত্তার জন্য ফের কড়া পদক্ষেপ গ্রহণ করল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। Information Technology Rules, 2021- এর Rule 4(1)(d) অনুসারে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের তরফে এইসব অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন নিয়ম নীতি মেনে চলেনি এইসব অ্যাকাউন্ট। তাই সেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে। ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে বরাবরই সচেতন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজারদের সুরক্ষার খাতিরেই নিজেদের নিয়ম নীতি আরও দৃঢ় করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। ইউজারদের দেওয়া হয় এন্ড-টু-এন্ড মেসেজ এনক্রিপশনের সুবিধা। তার পাশাপাশি কোনও অ্যাকাউন্টে গন্ডগোল দেখা দিলেই তা ব্যান করে হোয়াটসঅ্যাপ। 


আরও পড়ুন- ভারতে আসছে ওপ্পোর ফোল্ডেবল ফোন, কবে লঞ্চ হতে পারে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ?