Whatsapp Features: বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলির (Instant Messaging App) মধ্যে অন্যতম হল হোয়াটসঅ্যাপ। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে হোয়াটসঅ্যাপে সাতটি গুরুত্বপূর্ণ ফিচার (Whatsapp Features) লঞ্চ হয়েছে যার সবকটিই ইউজারদের জন্য খুবই জরুরি। প্রসঙ্গত উল্লেখ্য, ইউজারদের সুবিধার জন্য প্রায়শই নিত্য-নতুন ফিচার লঞ্চ করে থাকে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। একনজরে দেখে নেওয়া যাক এবছর লঞ্চ হওয়া হোয়াটসঅ্যাপের সেরা সাত ফিচার।
চ্যাট লক- আগে পুরো হোয়াটসঅ্যাপ অ্যাপটি লক করে রাখার সুযোগ পেতেন ইউজাররা। এবার থেকে নির্দিষ্ট কোনও চ্যাটবক্স লক করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। এর ফলে আরও বাড়ল ইউজারদের নিরাপত্তা।
এইচডি ফটো শেয়ার করার সুবিধা- সাধারণত হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করলে তার গুণমান নষ্ট হয়ে যায়। তবে এবার থেকে শেয়ার করা যাবে এইচডি কোয়ালিটির ছবি। একদম অরিজিনাল বা আসল ছবির মতোই থাকবে গুণমান। তবে এইচডি কোয়ালিটির ছবি পাঠাতে চাইলে একটু বেশি পরিমাণ নেট খরচ হবে ইউজারের।
অনলাইন স্টেটাস লুকিয়ে রাখা- অপছন্দের থেকে হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস লুকিয়ে রাখতে পারবেন ইউজাররা। অর্থাৎ আপনি যে লঞ্চ রয়েছে বা অনলাইন রয়েছেন সেটা দেখতে পাবেন না অনেকে। এই তালিকাটা অবশ্য আপনিই বেছে নিতে পারবেন। এই ফিচারের মাহদ্যমেও নিরাপত্তা বেড়েছে ইউজারদের।
অচেনা নম্বর থেকে ফোন এলেও ডিভাইস থাকবে সাইলেন্ট- হোয়াটসঅ্যাপে অনেকের ক্ষেত্রেই এই অজানা, অচেনা অম্বর থেকে ফোন আসাটা খুব বিরক্তিকর। যখন তখন ফোন বেজে উঠলে অস্বস্তিতে পড়তে পারেন আপনি। তাই এই জাতীয় অজানা, অচেনা ফোনকল যাতে ইউজারদের আর বিরক্তির কারণ না হয় সেই জন্য হোয়াটসঅ্যাপে চালু হয়েছে সাইলেন্স আননোন কল ফিচার।