Google Pixel Phone: গুগল পিক্সেলের নতুন ফোনে থাকতে চলেছে দারুণ একটি ফিচার। এর আগে গুগল পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো - এই দুই ফোনেও দেখা গিয়েছিল গুগলের Magic Eraser ফিচার। এটি আসলে একটি মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ফটো এডিটিং ফিচার, যার সাহায্যে ছবির মধ্যে থাকা অপ্রয়োজনীয় অবজেক্ট সরিয়ে দেওয়া সম্ভব। শোনা যাচ্ছে, গুগল পিক্সেল ৮ (Google Pixel 8) এবং পিক্সেল ৮ প্রো (Google Pixel 8 Pro) - এই দুই ফোনেও থাকতে চলেছে Magic Eraser ফিচারের সাপোর্ট। এর পাশাপাশি একটি ফাঁস হওয়া ভিডিওতে দাবি করা হয়েছে Audio Magic Eraser ফিচার থাকতে চলেছে গুগল পিক্সেল ৮ সিরিজের ফোনে। এর সঙ্গে আবার আভাস পাওয়া গিয়েছে গুগল পিক্সেল ৮ ভ্যানিলা মডেল নীল রঙে লঞ্চ হতে পারে। 


Audio Magic Eraser ফিচার


এই ফিচারের সাহায্যে ভিডিও ক্লিপের ব্যাকগ্রাউন্ডে থাকা অপ্রয়োজনীয় নয়েজ বা শব্দ সরিয়ে দেওয়া যাবে। আসন্ন পিক্সেল স্মার্টফোনে গুগল সংস্থা এই ফিচার রাখতে চলেছে। এই প্রথম কোনও গুগল পিক্সেল ফোনে এই ফিচার থাকতে চলেছে। শোনা যাচ্ছে গুগল পিক্সেল ৮ সিরিজ চলতি বছর অক্টোবর মাসে লঞ্চ হতে চলেছে। গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো - দুই ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট। এছাড়াও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকার সম্ভাবয়া রয়েছে। এছাড়াও গুগলের নিজস্ব Tensor G3 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। গুগল পিক্সেল ৮ সিরিজের ফোন ১২৮ জিবি এবং ২৫৬ জিবি, এই দুই স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। গুগল পিক্সেল ৮ প্রো ফোনে একটি ৪৯৫০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে আবার ২৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। অন্যদিকে, গুগল পিক্সেল ৮ ফোনে একটি ৪৪৮৫ এমএএইচ ব্যাটারি এবং ২৪ ওয়াটের ওয়্যারড ও ১২ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। 


ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন


ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোন। এই ফোনে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos চিপসেট এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি। বলা হচ্ছে, এই ফোন স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। Electric Black এবং Mystic Green- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোন। 


আরও পড়ুন- ChatGPT পরিষেবা দিতেই দৈনিক ৬ কোটি খরচ! দেউলিয়া হওয়ার পথে OpenAI