New WhatsApp Feature: নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা। এই ফিচার চালু হলে ইউজাররা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেইসব ব্যক্তিদের সঙ্গেও কথাবার্তা বলতে পারবেন যাঁদের হোয়াটসঅ্যাপ নেই। এক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপের (Third Party App) সাহায্য নেওয়া হবে। যাঁদের হোয়াটসঅ্যাপ নেই তাঁদের এই অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে হবে না। বরং যাঁদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাঁরা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ওই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সম্প্রতি রিলিজ হয়েছে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা আপডেট ভার্সান ২.২৩.১৯.৮। এখানেই একটি নতুন স্ক্রিন দেখা গিয়েছে যার নাম 'থার্ড পার্টি চ্যাটস'। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে হোয়াটসঅ্যাপের এই থার্ট পার্টি চ্যাট ফিচার বিটা ইউজারদের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সব ইউজারদের জন্য এখনও এই ফিচার চালু হয়নি। কবে হবে তাও জানা যায়নি। 


হোয়াটসঅ্যাপ কলে ইউজারদের অভিজ্ঞতা আরও ভাল করতে আপডেট করা হচ্ছে ইন্টারফেস


বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। এখানে কল এলে এবার থেকে ইউজাররা স্ক্রিনের নীচের দিকে নতুন পপ-আপ দেখতে পাবেন। সেখানে লেখা থাকবে কী ধরনের ফোনকল এসেছে, অডিও বা ভয়েস নাকি ভিডিও কল। এছাড়াও এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে ওই হোয়াটসঅ্যাপ কল যে সুরক্ষিত থাকবে সেই হাইলাইটসও দেওয়া হবে ইউজারদের জন্য। এর পাশাপাশি নতুন আপডেটে হোয়াটসঅ্যাপের মধ্যে পাওয়া যাবে 'অ্যাড পার্টিসিপেন্ট' বাটন। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের কলিং ইন্টারফেস আরও উন্নত হবে। অর্থাৎ আপনি যদি একজনের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে থাকেন সেটি অনায়াসে গ্রুপ কলে পরিবর্তন করা যাবে। তার জন্য সহজেই অন্যান্য ইউজারদের ওই নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ কলে যুক্ত করা যাবে 'অ্যাড পার্টিসিপেন্ট' বাটনের সাহায্যে। তবে এই সমস্ত ধরনের পরিষেবা পাওয়ার জন্য ইউজারের ফোনে হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট আপডেটেড ভার্সান থাকতে হবে। 


WhatsApp Instant Message: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ৬০ সেকেন্ডের যে শর্ট ভিডিও রেকর্ড করে পাঠানোর ফিচার চালু করেছে সেখানে মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে সংস্থা। ইউজাররা এই ফিচার চালু থাকলে হোয়াটসঅ্যাপের টেক্সট বক্সে ভয়েস রেকর্ডার আইকন দেখতে পাবেন। এর উপরে ট্যাপ করেই রেকর্ড করা যাবে রিয়েল টাইম ৬০ সেকেন্ডের শর্ট ভিডিও। আর তা সুরক্ষিত ভাবে পাঠানোও যাবে।


আরও পড়ুন- শুরু কাউন্টডাউন, অ্যাপেলের লঞ্চ ইভেন্ট 'ওয়ান্ডারলাস্ট'- এ কী কী চমক থাকতে পারে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial