Whatsapp Feature: হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ তাদের বিভিন্ন ফিচার নিয়ে সারাবছরই কাজ করে। ইউজারদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার চালুও করে হোয়াটসঅ্যাপ সংস্থা। শোনা যাচ্ছে, এবার একটি নতুন ফিচার (Whatsapp Features) চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজাররা হোয়াটসঅ্যাপ স্টেটাসের (Whatsapp Status) ক্ষেত্রেও রিপোর্ট করতে পারবেন। জানা গিয়েছে, ডেস্কটপ বিটা ভার্সানে এই ফিচার লঞ্চ হবে। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপের স্টেটাস সেকশনে একটি নতুন মেনু তৈরি করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। এর ফলে সিম ছাড়াই হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করতে পারবেন ইউজাররা। বর্তমানেও হোয়াটসঅ্যাপের মেসেজ এবং কনট্যাক্টের ক্ষেত্রে রিপোর্ট করার অপশন রয়েছে। অ্যাপের নিয়মনীতি না মানলে রিপোর্ট করার ফিচার রয়েছে। এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও আসতে চলেছে এই ফিচার।


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সূত্রে খবর, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করার সুযোগ পাবেন ইউজাররা। অর্থাৎ যদি আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কেউ তাঁর হোয়াটসঅ্যাপ স্টেটাসে কোনও আপত্তিকর বা অশালীন ছবি, ভিডিও বা অডিও শেয়ার করেন বা পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপোর্ট করার সুযোগ পাবেন। আপাতত হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানের ক্ষেত্রে এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে শোনা গিয়েছে। ইউজার কোনও হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করলে তা সরাসরি হোয়াটসঅ্যাপের মডারেশন টিমের কাছে পৌঁছে যাবে। মেসেজের ক্ষেত্রেও যেভাবে রিপোর্ট করলে কাজ হয় এক্ষেত্রে তাই হবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যাচাই করে দেখে নেবে যে ওই স্টেটাসে আপত্তিকর কিছু রয়েছে কিনা। তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 


Whatsapp Account Banned: নভেম্বর মাসে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ভারতে ৩৭.১৬ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। পরিসংখ্যান অনুসারে, গত মাসের তুলনায় ব্যান অ্যাকাউন্টের সংখ্যা ৬০ শতাংশ বেড়েছে। জানা গিয়েছে, নভেম্বর মাসে হোয়াটসঅ্যাপের তরফে যেসমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে ৯.৯ লক্ষ অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউজারদের অভিযোগ আসার আগেই তা ব্যান করা হয়েছে। এর আগে অক্টোবর মাসে ভারতে ২৩.২৪ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে ৮.১১ লক্ষ অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ আসার আগেই তা ব্যান করা হয়েছিল। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের নভেম্বর মাসের রিপোর্টে জানিয়েছে, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৭,১৬,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৯,৯০,০০০ অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনও অভিযোগ আসার আগেই সক্রিয় ভাবে তা নিষিদ্ধ করা হয়েছে। 


Whatsapp Accidental Delete Feature: ইউজারদের জন্য দুর্দান্ত একটি ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের এই বিশেষ ফিচারের নাম 'অ্যাক্সিডেন্টাল ডিলিট'। অনেকসময়েই আমরা ভুল করে এমন অনেক মেসেজ এমন অনেক ব্যক্তিকে পাঠিয়ে ফেলি যার জন্য পরে আমাদের সমস্যায় পড়তে হয়। ইউজারদের এই বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়ার জন্যেই হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচার 'অ্যাক্সিডেন্টাল ডিলিট' লঞ্চ করেছে।


আরও পড়ুন- কত শতাংশ ব্যাটারি থাকলে ফোন চার্জে বসাবেন, ১০ না ৩০ শতাংশ ?