WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। শোনা গিয়েছে, এই ফিচারের সাহায্যে ইউজাররা তাদের কাছাকাছি থাকা ব্যক্তিদের মধ্যে ফাইল শেয়ার (Instant File Sharing) করতে পারবেন 'ইনস্ট্যান্টলি'। অর্থাৎ AirDrop কিংবা Quick Share- ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সংস্থা এমনই ফিচার (WhatsApp Features) চালু করতে চলেছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo প্রথম ফাঁস করেছে যে হোয়াটসঅ্যাপ ফাইল শেয়ারিং পদ্ধতি সম্পর্কিত একটি নতুন ফিচার নিয়ে কাজকর্ম করছে। সাধারণ ভাবে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইস (এক্ষেত্রে ফোন) ফাইল শেয়ারিং সম্ভব ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে। এবার সেই পথেই হাঁটতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ইউজাররা যাতে খুব সহজে এবং কম সময় ফাইল ও ডেটা একটি ডিভাইস থেকে অন্যত্র স্থানান্তরিত করতে পারেন সেই জন্যই এই নতুন ফিচার চালু করার পরিকল্পনা করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। 


কী কী সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপের নতুন ফাইল শেয়ারিং পদ্ধতিতে


জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ আপনাকে ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ারের অনুমতি দেবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে হোয়াটসঅ্যাপে এই ফিচার একবার চালু হয়ে গেলে ইউজারদের মধ্যে এটি জনপ্রিয় হয়ে যাবে। কারণ এভাবে ফাইল শেয়ার করতে গেলে অনেক কম সময় লাগবে। তবে এখন হোয়াটসঅ্যাপে যেভাবে ফাইল শেয়ার করা যায়, নতুন ফিচারের সাহায্যে প্রক্রিয়া একটু জটিল হবে বলেও মনে করা হচ্ছে। প্রথমে ইউজারদের নিজেদের ফোন ঝাঁকাতে হবে। দুই তরফেই ইউজারদের হোয়াটসঅ্যাপের শেয়ার ফাইল সেকশনের অন্তর্ভুক্ত হতে হবে। সর্বোপরি বিটা ভার্সান এবং তারপর সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু না হলে তা ব্যবহারের কোনও প্রশ্নই আসছে না। হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্ট ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে যতক্ষণ না সমস্ত ফাইল এক ডিভাইস থেকে অয়ত্র শেয়ার হয়ে যাচ্ছে ততক্ষণ ওই ট্যাব খুলে রাখতে হবে। অর্থাৎ ইউজার সেই সময়ে অন্য কোনও কাজ করতে পারবেন না। 


তবে এক্ষেত্রেও ইউজারদের সুরক্ষার দিকে নজর দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। পুরো ব্যাপারটাই এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে। আর সেই সময়ে ফাইল ট্রান্সফার হবে তখন ইউজারদের ফোন নম্বর দেখা যাবে না, লুকনো থাকবে। আর এই ফাইল ট্রান্সফার পদ্ধতি হোয়াটসঅ্যাপ না থাকা কোনও কনট্যাক্ট দেখতে পাবেন না। ইউজারদের সুবিধায় প্রায়শই নতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ সংস্থা। এবার ফাইল ট্রান্সফার অর্থাৎ শেয়ারিংয়ের ক্ষেত্রে নতুন ফিচার চালু করতে চলেছে তারা।


আরও পড়ুন- ভারতে ওয়ানপ্লাস ১২- র বিক্রি শুরু হতে পারে কবে? দাম কত হতে পারে এই ফোনের? রইল সম্ভাব্য স্পেসিফিকেশন