অযোধ্যা: পূর্ব নির্ধারিত সূচি মেনেই অযোধ্যা রাম মন্দিরে (Ram Mandir) রামলালার প্রাণপ্রতিষ্ঠার পুজো। তারপরেই সামনে এল রামলালা অনিন্দ্যসুন্দর মূর্তি। কৃষ্ণপাথরে তৈরি রামলালা মূর্তি সেজেছে ফুল ও অলঙ্কারে। কপালে তিলক। 


রামলালার (Ram Lalla Pran Pratishtha) প্রথম যে ছবি সামনে এসেছিল সেটা নিরাভরণ ছিল। পুজোর সময় সাজানো হয়েছে রামলালার মূর্তিকে। বেদির ওপর দাঁড়িয়ে রয়েছেন রামলালা। মুখে তাঁর স্মিত হাসি। কপালে তিলক, হাতে তির-ধনুক।


এই রামলালার মূর্তিটি ৫১ ইঞ্চি লম্বা, চওড়া ৩ ফুট। ওজন প্রায় ২০০ কেজি। ভগবান রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে পাঁচ বছরের শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে। কালো পাথরের তৈরি এই মূর্তিটি তৈরি করেছেন মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজ। মূর্তির চালচিত্রে রয়েছে বিষ্ণুর দশাবতার--মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। মূর্তির একদিকে হনুমান ও অপর দিকে গরুড়। শুধু তাই নয়, মূর্তির যে মুকুট রয়েছে তাতে সূর্য, শঙ্খ, স্বস্তিক, চক্র ও গদা রাখা হয়েছে। মূর্তির প্রধান বিশেষত্ব হল, একটি কৃষ্ণশিলা দিয়েই এটি গড়া হয়েছে। সূত্রের খবর, রাম মন্দিরের জন্য মন্দির কর্তৃপক্ষ তিনটি মূর্তি তৈরির বরাত দিয়েছিল। মূর্তি তৈরির জন্য নেপাল থেকে শালগ্রাম শিলা আনা হয়েছিল। কিন্তু তা মূর্তি তৈরির কাজে লাগেনি। কারণ, খোদাইয়ের সময় বারবার সেই পাথর ভেঙে যাচ্ছিল। পরে ঠিক হয় কালো পাথরের মূর্তি তৈরি হবে। রাম মন্দিরে রাখার জন্য ৩টি মূর্তির মধ্যে থেকে এটিকেই বেছে নেওয়া হয়েছে। বাকি দু'টি বিগ্রহ মন্দিরের অন্যত্র স্থান পেয়েছে। যে বেদিতে রামলালা থাকবেন, সেটি ৩.৪ ফুট উঁচু। তৈরি মাকরানা পাথর দিয়ে।


এদিনের অনুষ্ঠানে প্রধান যজমান ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর সঙ্গেই ছিলেন মোহন ভাগবত। রামলালার মূর্তিতে অর্ঘ্য দেওয়ার সময় মোদির পাশে দেখা যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও। এদিন প্রাণপ্রতিষ্ঠার পর মন্ত্রোচ্চারণ করে পদ্মফুল দিয়ে রামলালার পায়ে অঞ্জলি দেন মোদি। রুপোর প্রদীপ নিয়ে আরতিও করেন। এদিন সকাল ১১টায় অযোধ্যার সাকেত স্কুল মাঠের হেলিপ্যাডে নামে প্রধানমন্ত্রীর কপ্টার। উৎসব মুখর অযোধ্যার ছবি আকাশ পথে ভিডিয়ো করেন মোদি। সকাল ১১টা ১৬-য় রাম জন্মভূমিতে পৌঁছন প্রধানমন্ত্রী। বেলা ১২টা ৫-এ হাতে লাল বস্ত্র ও পুজোর উপাচার নিয়ে সিংহ দ্বার দিয়ে রাম মন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। গণেশের সামনে বসে সঙ্কল্প করে। প্রধানমন্ত্রীকে সঙ্কল্প করান সুনীল শাস্ত্রী।


রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।


আরও পড়ুন: খালি পা, হাতে নিবেদন! রামলালার প্রাণপ্রতিষ্ঠার পুজো শুরু মোদির