নয়াদিল্লি: দারুণ সব ফিচার, ব্যবহার সহজ, কোনও জটিলতা নেই-- এই সমস্ত কারণের জন্য যে কোনও মেসেজিং সাইটের থেকে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা অনেক গুণ বেশি।
তাছাড়া, সংস্থার পক্ষ থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ীও ফিচার আপডেট করা হয়। সম্প্রতি তেমনই একটি ফিচার নিয়ে আসার পরিকল্পনা করেছে হোয়াটসঅ্যাপ।
সম্ভবত আপনি নিজেও খেয়াল করে দেখেছেন যে, হোয়াটসঅ্যাপে আপনি যখন কাউকে কোনও ছবি পাঠাচ্ছেন, তখন সেই ছবির কোয়ালিটি বা মান খারাপ হয়ে যাচ্ছে। অনেক ব্যবহারকারীই ছবির কোয়ালিটি খারাপ হয়ে যাওয়া নিয়ে বিরক্তি প্রকাশও করেছেন।
আর তাই এবার শোনা যাচ্ছে যে, হোয়াটসঅ্যাপে কোনও ছবি পাঠানোর সময়ে হোয়াটসঅ্যাপ আপনাকে ৩টি অপশন বেছে নেওয়ার সুযোগ দেবে-- আপনি কেমন কোয়ালিটি বা কেমন মানের ছবি পাঠাতে চান।
WABetaInfo-র সূত্রে খবর, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্য়বহারকারীরা হোয়াটসঅ্যাপের আপডেটেড ভার্সানে নতুন এই ফিচার পাবেন। খুব শীঘ্রই এই ফিচার যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপে।
জানা যাচ্ছে, নতুন ফিচার যোগ হওয়ার পর আপনি যখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনও ছবি পাঠাতে যাবেন, তখন হোয়াটসঅ্যাপ আপনাকে ৩টে অপশন দেবে- অটো, বেস্ট কোয়ালিটি এবং ডেটা সেভার।
স্টোরেজ অ্যান্ড ডেটা মেনুতে আপনি ছবির কোয়ালিটি সেটিংস পেয়ে যাবেন ফটো আপলোড কোয়ালিটি নামে। সেখান থেকে আপনি নিজের পছন্দ মতো ছবির কোয়ালিটির অপশন বেছে নিতে পারবেন।
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার আপাতত বিটা ভার্সানে রয়েছে এবং ফিচারটি নিয়ে এখনও সংস্থার পক্ষ থেকে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। সংস্থার পক্ষ থেকে নতুন এই ফিচার সংক্রান্ত কোনও সরকারি ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি।
তবে, এই ফিচার যে বেশ আকর্ষণীয়ই হবে এবং গ্রাহকদের মনের মতো হবে, তা বলাই বাহুল্য। ব্যস, তাহলে আর কী, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অপেক্ষা করুন নিজেদের পছন্দের ফিচার আপডেট হওয়ার জন্য।
তারপর পছন্দের কোয়ালিটির ছবি ইচ্ছে মতো পাঠান। হোয়াটসঅ্যাপে পাঠানো ছবির মান নিয়ে মনে আর কোনও অসন্তোষ থাকবে না।