WhatsApp Features: ইউজারদের সুবিধায় খুব তাড়াতাড়ি নতুন একটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এবার থেকে হোয়াটসঅ্যাপ স্টেটাস শেয়ার করা যাবে বিভিন্ন মেটা মাধ্যমে, অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে। বলা ভাল, হোয়াটসঅ্যাপের স্টেটাস অটোম্যাটিকালি শেয়ার করা যাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। হোয়াটসঅ্যাপের স্টেটাস ইতিমধ্যেই আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। ছবির পাশাপাশি শেয়ার করা যায় ভিডিও-ও। আগে খুব অল্প সময়ের ভিডিও শেয়ার করা গেলেও এখন তার মেয়াদ কিছুটা বেড়েছে। একজন ইউজার হোয়াটসঅ্যাপ স্টেটাসে যা শেয়ার করেছেন, সেটাও অন্য কাউকে পাঠাতে পারবেন।
ফেসবুকের স্টোরি ইনস্টাগ্রামে এবং ইনস্টাগ্রামের স্টোরি ফেসবুকে শেয়ার করার সুবিধা আগেই চালু হয়েছিল। এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসও ফেসবুক এবং ইনস্টাগ্রামে শেয়ার করার সুবিধাও চালু হতে চলেছে। অন্যদিকে মেটা- র বিভিন্ন অ্যাপে একবারে সাইন-অন করে লগ-ইন করার ফিচারও লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। সহজে এবং দ্রুত একাধিক মেটা অ্যাপে একবার সাইন-অন করেই লগ-ইন করা যাবে এই ফিচারের সাহায্যে।
হোয়াটসঅ্যাপ স্টেটাস ফেসবুক এবং ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করার ফিচার গ্লোবাল স্তরে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। তবে সব ইউজার একসঙ্গে পরিষেবা পাবেন না। এই ফিচারের রোল আউট হবে ধাপে ধাপে। তাই বিভিন্ন পর্যায়ে এই ফিচার সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের পরিষেবা দেবে। সব হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে নতুন ফিচারের পরিষেবা পৌঁছতে কয়েকদিন সময় লাগবে।
ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে প্রায়ই নতুন ফিচার চালু হয়। গত কয়েক বছরে ইউজারদের হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভাল করার জন্য একাধিক ফিচার লঞ্চ করেছে মেটা। যেমন- একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে আপনি প্রয়োজনীয় মেসেজ পিন টু টপ করে রাখতে পারবেন। সেটা ব্যক্তিগত হোক বা গ্রুপ চ্যাট, সব ক্ষেত্রেই প্রযোজ্য। এর পাশাপাশি চ্যাটবক্সের মধ্যে প্রয়োজনীয় চ্যাটবক্সও আপনি পিন টু টপ করে রাখতে পারবেন। অন্যদিকে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার অন করে রাখলে কোনও চ্যাটে আসা অপ্রয়োজনীয় মেসেজ আপনাআপনিই ডিলিট হয়ে যাবে। আপনাকে খুঁজে খুঁজে সময় নষ্ট করে মেসেজ ডিলিট করতে হবে না।
হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে কোনও মেসেজ লিখতে লিখতে উঠে গেলে বা চ্যাটবক্স থেকে বেরিয়ে গেলে সেই মেসেজ মুছে যাবে না, বরং ড্রাফট হয়ে থেকে যাবে। হোয়াটসঅ্যাপে ভুল করে কোনও মেসেজ পাঠিয়ে ফেললে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তা এডিট করে ঠিক করাও সম্ভব হবে।