WhatsApp News Feature: আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেই ইউজাররা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপের লেটেস্ট বিটা ভার্সানে এই ফিচার ইতিমধ্যেই দেখা গিয়েছে বলে শোনা গিয়েছে। তবে এখনও হোয়াটসঅ্যাপ সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। সূত্রের খবর, আপাতত এই ফিচার নিয়ে কাজ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। আর সেই জন্যই বিটা টেস্টাররাও এখনও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের সুবিধা পাননি। ইউজারদের সুবিধায় প্রায়ই নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ সংস্থা। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই মাধ্যমেই হোয়াটসঅ্যাপের একাধিক নতুন ফিচার লঞ্চ হয়েছে বিগত কয়েক বছরে। তার মধ্যে বেশ কয়েকটি ইউজারদের জন্য খুবই প্রয়োজনীয়। এবার আইওএস ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপে আসতে চলেছে এই নতুন ফিচার। 


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে জানা গিয়েছে, মেটা- র এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম আপাতত এমন এক ফিচার নিয়ে কাজ করছে যা চালু হলে ইউজাররা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন। তার ফলে ইউজারের হোয়াটসঅ্যাপের কনট্যাক্টে থাকা ব্যক্তিরা সহজে ওই ইউজারের সঙ্গে ইনস্টাগ্রামেও যুক্ত হতে পারবেন। WhatsApp for iOS beta app version 25.2.10.72- এখানে এই নতুন ফিচার লক্ষ্য করা গিয়েছে। আপাতত পরীক্ষা নিরীক্ষার পর্যায়েই রয়েছে হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানের এই নতুন ফিচার। 


একটি আইফোনে একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তাও আবার আলাদা নম্বর থেকে 


হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানে আসতে চলেছে নতুন ফিচারের সাপোর্ট। আইফোন ইউজাররা একটি আইফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সুবিধা পেতে চলেছেন। অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সুবিধা রয়েছে। সুইচ অ্যাকাউন্ট অপশনের মধ্যমে একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটিই অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যায়। এবার সেই সুবিধাই আসতে চলেছে আইওএস ভার্সানেও। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। কবে এই ফিচার সমস্ত আইওএস ইউজারদের জন্য চালু হবে তা নির্দিষ্ট করে জানা যায়নি। 


অনেক ইউজার কাজের জন্য কর্মক্ষেত্রে একটি ফোন নম্বর ব্যবহার করেন। আর ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য থাকে আরেকটি নম্বর। নতুন ফিচার চালু হয়ে গেলে আইফোন ইউজাররা একটি ফোনেই দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন, দুটো আলাদা নম্বর থেকে। একটি পেশাদার কাজে, অন্যটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন। দুটো আলাদা ডিভাইসের অর্থাৎ ফোনে প্রয়োজন হবে না। আর মাত্র একটা অপশনে ক্লিক করেই খুব সহজে অ্যাকাউন্ট সুইচ করা সম্ভব হবে একটি নম্বর থেকে আরেকটিতে।