Whatsapp Poll: অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপে চালু হয়েছে নতুন একটি ফিচার। এখন একজন ইউজার হোয়াটসঅ্যাপে পোল (Whatsapp Chat Poll) তৈরি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য এখনও এই পোল অপশন চালু হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওয়েবেও ক্রিয়েট পোল অপশন চালু হবে। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও এই পোল অপশন পাওয়া যাবে। একটি পোল তৈরি করার সময় ইউজাররা ১২টা পর্যন্ত অপশন যুক্ত করতে পারবেন। যদি একই অপশন আপনি দু’বার টাইপ করে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপের তরফে আপনার কাছে সতর্কবার্তা আসবে।


আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সানে কীভাবে ইউজাররা পোল তৈরি করবেন


সবার আগে খেয়াল রাখতে হবে আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে যেন হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সান থাকে। প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলতে হবে। ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট যেকোনও অপশনেই পোল তৈরি করা যাবে। আইওএস ভার্সানের ক্ষেত্রে চ্যাটবক্সের যেখানে আপনি মেসেজ করেন তার পাশে থাকা ‘প্লাস’ চিহ্নে ক্লিক করতে হবে। অ্যান্ড্রয়েড ভার্সানে চ্যাটবক্সে একটি ‘পেপার ক্লিপ’- এর মতো চিহ্ন থাকে, সেখানে ক্লিক করতে হবে।


আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সানেই ইউজাররা পাবেন একটি মেনু অপশন। এই মেনু অপশনের মধ্যে যে যে বিষয় আছে তার মধ্যে একদম শেষে রয়েছে পোল অপশন। এই অপশনে ট্যাপ করলে একটি নতুন মেনু খুলে যাবে ইউজারদের সামনে। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দুই ভার্সানেই আসবে এই নতুন মেনু। হোয়াটসঅ্যাপের তরফে ইউজারকে পোলের জন্য প্রশ্ন টাইপ করতে বলা হবে এবং তার ভিত্তিতে অপশন দিতে বলা হবে। একটা প্রশ্নের জন্য ১২টা অপশন দিতে পারবেন আপনি।


একবার হোয়াটসঅ্যাপ চ্যাটে পোল তৈরি হয়ে গেলে সেন্ড বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর ওই গ্রুপ বা চ্যাটে থাকা সদস্যরা পোলের অপশনে ক্লিক করে পছন্দ মতো অপশন বেছে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ পোলের ক্ষেত্রে উপরের দিকে Viewing votes বলে একটি অপশন থাকবে। এখানে আপনি বিভিন্ন অপশনের জন্য কতগুলো ভোট পড়েছে তা দেখতে পাবেন।


অন্যদিকে হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে কম্পানিয়ন মোড। এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই কম্পানিয়ন মোড নিয়ে টেস্টিং চলছে। সব ইউজারদের জন্য খুব তাড়াতাড়িই এই ফিচার চালু হবে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন- জল্পনাই সত্যি, ছাঁটাই অ্যামাজনেও, কাজ হারাচ্ছেন কতজন?