WhatsApp Passkey: হোয়াটসঅ্যাপে পাস-কি ফিচার (WhatsApp New Feature) চালু হবে একথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। এবার এই ফিচারের রোল আউট শুরু হয়েছে অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের জন্য। বিশ্বের সব প্রান্তেই হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য পাস-কি ফিচারের রোল আউট শুরু হয়েছে। তবে সব ইউজার একসঙ্গে এই ফিচারের সুবিধা পাবেন না। বরং ধাপে ধাপে ইউজারদের অ্যাপে যুক্ত হবে এই ফিচার। হোয়াটসঅ্যাপ পাস-কি ফিচারের সাহায্যে ইউজাররা পাসওয়ার্ড ছাড়া লগ-ইন করতে পারবেন অ্যাপে। এক্ষেত্রে ইউজাররা লগ-ইনের জন্য ব্যবহার করতে পারবেন বায়োমেট্রিকস, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, ফেস রেকগনিশন বা একটি পিন নম্বর। প্রাথমিক স্তরে এগুলোই ব্যবহার করা যাবে। চলতি মাসের শুরুর দিকেই এই ফিচারের কথা ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার রোল আউট শুরু হয়েছে এই ফিচারের। অনুমান অ্যান্ড্রয়েডের মতোই আইওএস ভার্সানেও এই ফিচারের রোল আউট দ্রুত শুরু হবে। তবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখন জানা যায়নি।
শুধু হোয়াটসঅ্যাপ সংস্থা নয়, গুগলের মতো সংস্থাও এই পাস-কি ফিচারের ব্যবহার করছে। মূলত পাসওয়ার্ড মুক্ত ভবিষ্যতের কারণেই এই ফিচার চালু হয়েছে বিভিন্ন মাধ্যমে। একাধিক অ্যাপে পাসওয়ার্ড দেওয়া এবং তা মনে রাখা বেশ ঝক্কির বিষয়। পাস-কি বলতে আসলে বোঝায় নতুন স্ট্যান্ডার্ড অথেনটিফিকেশন যেখানে বায়োমেট্রিক তথ্য ব্যবহার করা হয় অ্যাপে লগ-ইন বা সাইন-ইনের জন্য। পাসওয়ার্ডের প্রয়োজন হয় না। ইউজারদের জন্য পরিষেবা অনেক সুবিধাজনক বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
যদি ইতিমধ্যেই আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপের এই পরিষেবা যুক্ত হয়ে থাকে তাহলে তা কীভাবে ব্যবহার করবেন
- প্রথমে দেখে নিন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্ট লগ-ইন করা আছে কিনা।
- এরপর দেখে নিন গুগল প্লে স্টোরে থাকা অ্যাপের লেটেস্ট ভার্সান আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে রয়েছে কিনা।
- এবার হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলে সেটিংস অপশনে যেতে হবে। সেখানে অ্যাকাউন্ট অপশনে গেলে আপনি Passkeys ট্যাব খুঁজে পাবেন। না পেলে বুঝবেন আপনার অ্যাপে এখনও যুক্ত হয়নি নতুন পরিষেবা।
- Passkeys অপশিন খুঁজে পেলে সেখানে ট্যাপ করে একটি Passkeys তৈরি করতে হবে আপনাকে। তার জন্য এখানে থাকছে Create a Passkey অপশন। এই অপশনে ট্যাপ করলে ধাপে ধাপে পাস-কি তৈরির প্রক্রিয়া সম্পন্ন হবে।
যদি এখনও আপনার হোয়াটসঅ্যাপে এই ফিচার যুক্ত না হয় তাহলে চিন্তার কোনও কারণ নেই। খুব তাড়াতাড়িই এই পাস-কি তৈরি করার পরিষেবা আপনি পাবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
আরও পড়ুন- ভুল করে অন্যের কাছে টাকা পাঠিয়েছেন? কীভাবে UPI-তে ফেরত পাবেন জানেন ?