WhatsApp Pay India Head Quits: কোম্পানিতে যোগ দেওয়ার চার মাসের মধ্য়েই সরে দাঁড়ালেন হোয়াটসঅ্যাপ পে-র প্রধান বিনয় চোলেট্টি। সেপ্টেম্বরেই ইনস্ট্যান্ট মেসেজিং অ্য়াপের আর্থিক শাখার প্রধান পদ গ্রহণ করেছিলেন তিনি। তবে চোলেট্টি প্রথম নন, এর আগে সেপ্টেম্বরের শুরুতে হোয়াটসঅ্যাপ পে-র ভারতের প্রধান মানেশ মাহাত্মে পদত্যাগ করেন।


WhatsApp Pay: মেটা-মালিকানাধীন কোম্পানিতে ১৮ মাস থাকার পরে পুরনো কোম্পানি অ্যামাজনে ফিরে যান মাহাত্মে। এবার সেই দলে নাম লেখালেন বিনয় চোলেট্টি। নিজের পদত্যাগ সম্পর্কে বিনয় বলেন, "হোয়াটসঅ্যাপ পে-তে আজ আমার শেষ দিন ছিল। আমি সাইন অফ করার সঙ্গে সঙ্গে, আমি গর্ব করে বলতে পারি যে ভারতে হোয়াটসঅ্যাপের যথেষ্ট প্রভাব রয়েছে। গত এক বছর ধরে কোম্পানিতে ব্যক্তিগতভাবে অনেক  শিক্ষনীয় কিছু অভিজ্ঞতা হয়েছে। এখানে কিছু গ্লোবাল ফার্স্ট পেমেন্ট ব্যবহারের ক্ষেত্রে কোম্পানি উল্লেখযোগ্য কাজ করেছিল। যার মধ্য়ে অন্যতম 'হোয়াটসঅ্যাপে ব্যাঙ্গালোর মেট্রোর জন্য QR টিকিট'। লিঙ্কডইন পেজে এই পোস্ট করেছেন চোলেট্টি।


WhatsApp Pay India Head Quits: কোথায় যোগ দেবেন চোলেট্টি ?
তবে এতকিছু বললেও চোলেট্টি তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। হোয়াটসঅ্য়াপে তাঁর অভিজ্ঞতা সম্পর্কে তিনি  বলেছেন, "আমি এখন আমার নতুন অ্যাডভেঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, হোয়াটসঅ্যাপ ভারতে ডিজিটাল আর্থিক লেনদেনে অসাধারণ পারফরম্যান্স করবে।  আগামী বছরগুলিতে কোম্পানির সম্ভাবনা বিকাশের অপেক্ষায় রইলাম।"


WhatsApp Pay: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) হোয়াটসঅ্যাপের পেমেন্ট পরিষেবার ব্যবহারকারীর ক্যাপ বর্তমান ২০ মিলিয়ন থেকে বাড়িয়ে ২০২১ সালের শেষের দিকে ৪০ মিলিয়নে উন্নীত করার অনুমোদন দিয়েছে। মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ চলতি বছরের এপ্রিলে এনপিসিআই থেকে পেমেন্ট পরিষেবা সম্প্রসারণের জন্য অনুমোদন পেয়েছে। হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার প্রধান অভিজিৎ বোস ও পাবলিক পলিসি মেটা ইন্ডিয়ার ডিরেক্টর রাজীব আগরওয়াল গত মাসে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট থেকে  পদত্যাগ করেন। এবার সেই পথেই হাঁটলেম চোলেট্টি। তবে ঘন ঘন কোম্পানি থেকে পদত্যাগ চিন্তায় রাখছে খোদ মেটার মালিককে। 


Whatsapp Features: চলতি বছর হোয়াটসঅ্যাপে (Whatsapp) একগুচ্ছ ফিচার লঞ্চ হয়েছে। টেলিগ্রাম (Telegram) এবং সিগন্যাল (Signal) অ্যাপের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য এবং ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন ফিচার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। কিন্তু তারপরেও বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো এখনও হোয়াটসঅ্যাপে চালু হয়নি। অনুমান, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এইসব ফিচার দ্রুত লঞ্চ করবে। একনজরে দেখে নেওয়া যাক কী কী ফিচার আগামী বছর হোয়াটসঅ্যাপে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। নীচের তালিকায় মোট ৫টি ফিচারের কথা বলা হচ্ছে, যেগুলো হোয়াটসঅ্যাপে আগামী বছর লঞ্চ করা উচিত।