কৌশিক গাঁতাইত ও মনোজ বন্দ্যোপাধ্য়ায়, আসানসোল: আসানসোলে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে হুড়োহুড়ির ঘটনায় ঘটল পদপিষ্ট হওয়ার ঘটনা। মর্মান্তিক এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর। যে ৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্য়ে একজন শিশুও রয়েছে বলে খবর।
একাধিক ব্যক্তি জখম হয়েছে বলেও খবর মিলছে। আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল। সেখানেই পরে মঞ্চ ছেড়ে চলে যান শুভেন্দু অধিকারী। তারপরেই এমন ঘটনা ঘটে।
পুলিশের দাবি, এই অনুষ্ঠানের জন্য কোনও অনুমতি ছিল না, দাবি করেছেন পুলিশ কমিশনার। ৫টি ক্যাম্পে ৫ হাজার মানুষকে কম্বল বিতরণ করার পরিকল্পনা ছিল। একটি ক্যাম্পে ১ হাজার মানুষকে কম্বল নেওয়ার জন্য ব্যবস্থা ছিল। শুভেন্দুর সভায় বিশৃঙ্খলা, পদপিষ্ট হওয়ার ঘটনায় উঠছে প্রশ্ন।
আক্রমণে দেবাংশু:
আসানসোলে এই ঘটনায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন দেবাংশু ভট্টাচার্য। 'শুভেন্দুবাবু আপনার দায়িত্বজ্ঞানহীনতা দুধের শিশু-সহ তিন-তিনটি প্রাণ বলি নিল। পুলিশের অনুমতি ছাড়াই আপনার দাদাগিরি দেখানোর ফল ভুগলেন কিছু অসহায় মানুষ। এই নিরীহ মানুষগুলো কি ক্ষতি করেছিল আপনার? ৯৯ শতাংশ ক্ষেত্রে প্রশাসন অনুমতি দিয়ে থাকে। যে ১ শতাংশ ক্ষেত্রে তারা অনুমতি দিতে অপারগ হন, সেনিয়েও বারবার আদালতে ছুটে যান শুভেন্দুবাবুরা। দুঃখের বিষয়, আদালত তাতেও অনুমোদন দিয়ে দেয়। আজ বুঝতে পারছেন কেন ১ শতাংশ ক্ষেত্রে সভার অনুমতি দেওয়া হয়না। আজ ১৪ তারিখ, আপনার ঘোষণার দ্বিতীয় দিন। অকালে হারিয়ে গেল ৩-৩টি তাজা প্রাণ। শুভেন্দুবাবু শাস্তি পেয়েছেন? আক্রমণে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। '১২ই লালনের রহস্যমৃত্যু, ১৪ই কীভাবে পদপিষ্ট হয়ে মৃত্যু?' আসানসোলে শুভেন্দুর সভায় পদপিষ্টের ঘটনায় কটাক্ষ তৃণমূলের।
অভিষেকের তোপ:
আসানসোলে শুভেন্দুর অনুষ্ঠানে হুড়োহুড়িতে মৃত ৩, আক্রমণে অভিষেক। 'শুভেন্দু প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১২, ১৪, ২১ ডিসেম্বর ধামাকা হবে। ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে মৃত্যু লালন শেখের। ১৪ ডিসেম্বর আসানসোলে প্রাণ গেল নিরীহ ৩ জনের। ২১ ডিসেম্বর কি আরও মর্মান্তিক কিছু ঘটবে?' ট্যুইট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
শুভেন্দুর ব্যাখা:
ডিসেম্বরের ১৪ তারিখে ডেডলাইন 'ব্যাখ্যা' শুভেন্দু অধিকারীর। ডিসেম্বরের পর এবার 'জানুয়ারি' হুঁশিয়ারি বিরোধী দলনেতার। 'কোনও ডেডলাইন দিইনি, ৩টে তারিখের কথা বলেছিলাম, বছরের শেষটা ভাল কাটলেও জানুয়ারি ভাল যাবে না', ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
আরও পড়ুন: রেললাইনের পাশে বিধ্বংসী আগুন, বন্ধ বনগাঁ-শিয়ালদা শাখার ট্রেন চলাচল