Whatsapp Group: মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপ সম্প্রতি একটি ফিচারের (Whatsapp Feature) রোলআউট শুরু করেছে বলে শোনা যাচ্ছে। এই ফিচারের সাহায্যে কোনও নতুন ইউজারকে গ্রুপে যুক্ত করা যাবে ওই গ্রুপ চ্যাট না খুলেই। আসলে একটি শর্টকাটের মতো কাজ করবে নতুন এই ফিচার। আর তাই নতুন সদস্যকে গ্রুপে যুক্ত করার জন্য গ্রুপ ইনফরমেশন খোলার প্রয়োজন নেই। WABetaInfo- এই হোয়াটসঅ্যাপ ট্র্যাকার জানিয়েছে, গ্রুপ চ্যাটের ক্ষেত্রে হয়তো একটি নতুন অপশন দেখা যাবে। তার মাধ্যমে নতুন ইউজারদের ওই গ্রুপে যুক্ত করা যাবে। এর ফলে গ্রুপ চ্যাটে থাকাকালীন সহজে নতুন ইউজারদের বেছে নিয়ে গ্রুপে যুক্ত করা যাবে। 


আপাতত হোয়াটসঅ্যাপ বিটা আইওএস ভার্সানে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। WhatsApp beta iOS 23.15.1.77 আপডেটে এই ফিচার পাওয়া যাবে। সীমিত সংখ্যক বিটা টেস্টার এই ফিচারের সুবিধা পাবেন। পরবর্তী সময়ে সব আইওএস ইউজারদের জন্য এই ফিচার চালু করা হবে। এই ফিচার কেন গুরুত্বপূর্ণ? অনেক সহজে এবং দ্রুত নতুন ইউজারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা যাবে। নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের অনুমতি থাকলে অর্থাৎ অ্যাডমিনরা চাইলে সহজে এবং দ্রুত নতুন ইউজারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা যাবে। 


হোয়াটসঅ্যাপ মেসেজ ফরোয়ার্ড 


হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ড করার সময় এক এক করে ইউজার সিলেক্ট করতে বেশ বিরক্তি লাগে অনেকসময়। সময়ও লাগে কিছুটা বেশি। কারণ ইউজারদের খুঁজে খুঁজে বের করতে হয়। কিন্তু হোয়াটসঅ্যাপ এবার ইউজারদের সুবিধার জন্য এমন একটি ফিচার চালু করতে চলেছে যার ফলে এইসব সমস্যায় আর পড়তে হবে না। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা সম্প্রতি এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার মধ্যমে ইউজাররা মেসেজ পাঠানো অর্থাৎ ফরওয়ার্ড করার সময়েই গ্রুপ তৈরি করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। কবে এই ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হবে তা অবশ্য জানা যায়নি। তবে নতুন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যখন কাজকর্ম শুরু করে দিয়েছে তখন খুব বেশি দেরি নেই বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ। 


ইউজারদের সুরক্ষায় নতুন ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ


শোনা যাচ্চে,নতুন সিকিউরিটি ফিচার ইতিমধ্যেই নাকি অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ক্ষেত্রেই বিটা টেস্টারদের জন্য রোলআউট শুরু হয়েছে। নতুন এই হোয়াটসঅ্যাপ প্রাইভেসি ফিচারের নাম 'ফোন নম্বর প্রাইভেসি'। ইউজার কোনও হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হলে, কথোপকথনে অংশগ্রহণ করলে, মেসেজে রিঅ্যাকশন দিলে তাদের নাম দেখা যাবে না, এমনকি গোপন থাকবে ফোন নম্বরও।


আরও পড়ুন- ট্যুইটার থেকে আয়ের সুযোগ পাবেন ক্রিয়েটররা, পূরণ করতে হবে কোন কোন শর্ত?