WhatsApp Calling Interface: মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপের কল (WhatsApp Call) ফিচার বেশ জনপ্রিয়। ভয়েস এবং ভিডিও, দু'ধরনের ফোনকলের সুবিধাই রয়েছে এখানে। এবার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের কলিং ইন্টারফেসে বেশ কিছু নতুন ফিচারের রোল আউট শুরু করেছে। ইউজারদের অভিজ্ঞতা যাতে ভাল হয়, তাঁরা যেন সাবলীল পরিষেবা পান, সেই জন্যই এইসব improvements- এর রোল আউট শুরু হয়েছে হোয়াটসঅ্যাপের কলিং ইন্টারফেসে। এর সাহায্যে হোয়াটসঅ্যাপ কলে থাকাকালীন ইউজাররা স্ক্রিনে অনেক বেশি তথ্য পাবেন আগের তুলনায়। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে ফোনকলের ক্ষেত্রে আরও সহজে পরিষেবা উপলব্ধ হবে ইউজারদের ক্ষেত্রে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার, যারা হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার নিয়ে তথ্য প্রকাশ করে সেই WABetaInfo- র তরফে জানানো হয়েছে ইউজারদের সুবিধার্থেই হোয়াটসঅ্যাপ কলের ইন্টারফেসে নতুন improvements- এর রোল আউট শুরু হয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে এমন ফিচার আসতে চলেছে যেখানে ফোনকলে কোনও ইউজারকে সহজেই যুক্ত করা যাবে। কোনও বাধা-বিঘ্ন থাকবে না। 


হোয়াটসঅ্যাপ কলের ইন্টারফেসে নতুন ইম্প্রুভমেন্টস


বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। এখানে কল এলে এবার থেকে ইউজাররা স্ক্রিনের নীচের দিকে নতুন পপ-আপ দেখতে পাবেন। সেখানে লেখা থাকবে কী ধরনের ফোনকল এসেছে, অডিও বা ভয়েস নাকি ভিডিও কল। এছাড়াও এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে ওই হোয়াটসঅ্যাপ কল যে সুরক্ষিত থাকবে সেই হাইলাইটসও দেওয়া হবে ইউজারদের জন্য। এর পাশাপাশি নতুন আপডেটে হোয়াটসঅ্যাপের মধ্যে পাওয়া যাবে 'অ্যাড পার্টিসিপেন্ট' বাটন। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের কলিং ইন্টারফেস আরও উন্নত হবে। অর্থাৎ আপনি যদি একজনের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে থাকেন সেটি অনায়াসে গ্রুপ কলে পরিবর্তন করা যাবে। তার জন্য সহজেই অন্যান্য ইউজারদের ওই নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ কলে যুক্ত করা যাবে 'অ্যাড পার্টিসিপেন্ট' বাটনের সাহায্যে। তবে এই সমস্ত ধরনের পরিষেবা পাওয়ার জন্য ইউজারের ফোনে হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট আপডেটেড ভার্সান থাকতে হবে। 


হোয়াটসঅ্যাপে এখন এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও পাঠানোর সুবিধা চালু করেছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি ৬০ সেকেন্ডের ইনস্ট্যান্ট ভিডিও রেকর্ড করে পাঠানোর ফিচারও চালু হয়েছে। ইউজারদের সেরা অভিজ্ঞতা দেওয়ার জন্য প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে চালু হয় নিত্যনতু ফিচার। 


আরও পড়ুন- ইউপিআই পেমেন্টে ভয়েস-সাপোর্ট, খুব শীঘ্রই নতুন সুবিধা পাবেন ইউজাররা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial