Whatsapp Features: বিশ্বের হোয়াটসঅ্যাপ (Whatsapp) ইউজারদের জন্য সুখবর। চালু হয়েছে 'কিপ ইন চ্যাট' (Keep in Chat) ফিচার। মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে এই নতুন ফিচার চালু হওয়ার ফলে অনেক সুবিধা পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের সাহায্যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজও রেখে দিতে পারবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট আপডেট ইনস্টল করলে আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচারের সুবিধা পাওয়া যাবে। স্মার্টফোনের পাশাপাশি ডেস্কটপেও এই 'কিপ ইন চ্যাট'- এর সুবিধা পাবেন ইউজাররা। আপাতত সীমিত সংখ্যক ইউজারদের জন্য এই ফিচার চালু হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশি সংখ্যক ইউজারের জন্য হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের রোল আউট শুরু হবে।
হোয়াটসঅ্যাপের কোনও চ্যাটের ক্ষেত্রে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার চালু থাকলে একটি নির্দিষ্ট সময়ের পর উধাও হয় মেসেজ। এই মেসেজ যাতে রেখে দেওয়া যায় সেই জন্যেই চালু হয়েছে নতুন ফিচার। মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপের জন্য ১৫টি নতুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ডিউরেশন নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ হল এমন একটি ফিচার যার সাহায্যে ইউজারের পাঠানো মেসেজ নির্দিষ্ট সময় পরে ডিলিট হয়ে যায়। এই নির্দিষ্ট সময় সেট করে রাখা যায়। বর্তমানে তিনটি ডিউরেশন সেট করার অপশন রয়েছে ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৯০ দিন। এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo। তবে এই ডিউরেশনের তালিকাতেই নতুন করে ১৫টি অপশন যুক্ত হতে চলেছে। এবার যুক্ত হবে- এক বছর, ১৮০ দিন, ৬০ দিন, ৩০ দিন, ২১ দিন, ১৪ দিন, ৬ দিন, ৫ দিন, ৪ দিন, ৩ দিন, ২ দিন, ১২ ঘণ্টা, ৬ ঘণ্টা, ৩ ঘণ্টা এবং ১ ঘণ্টা। নতুন এইসব ডিউরেশন চালু হলে নিঃসন্দেহে ইউজারদের হাতে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ প্রসঙ্গে আরও আরও নিয়ন্ত্রণ আসবে। এছাড়াও ডিসঅ্যাপিয়ারিং মেসেজ পাঠানোর ক্ষেত্রেও একটু সুবিধা হবে।
প্রায় প্রতি মাসেই ইউজারদের সুবিধার্থে নতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ (New Whatsapp Feature)। জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের (Instant Messaging App) লেটেস্ট আপডেটে দেখা গিয়েছে মেটা (Meta) অধিকৃত এই মাধ্যমে স্টেটাস শেয়ারিং ফিচার চালু হয়েছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা হয়েছে এমন বিষয় ফেসবুকের সঙ্গেও যুক্ত হবে। মেটা'র আরেকটি মাধ্যম ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুকের এভাবে সংযুক্তিকরণ ফিচার রয়েছে। এবার তা চালু হচ্ছে হোয়াটসঅ্যাপেও। নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে স্টেটাসে শেয়ার করা বিষয় সরাসরি এবং আপনাআপনি ফেসবুকে শেয়ার হয়ে যাবে। এর জন্য ইউজারকে অ্যাপ ছেড়ে বেরোতে হবে না।