Tech News: হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন আপডেট। এবার ভিডিও কল করার সময় স্ক্রিন শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে (WhatsApp Update)। মেটা অধিগ্রহণ করার পর থেকেই নিত্যনতুন ফিচার্সে আপডেট দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে। টেলিগ্রামের মত এসেছে হোয়াটসঅ্যাপ চ্যানেল। শুক্রবার ২৬ জানুয়ারি স্ক্রিন শেয়ারিংয়ের (WhatsApp Screen Share) এই নতুন ফিচার্স নিয়ে এল হোয়াটসঅ্যাপ।


কিছুদিন আগেই ব্লুটুথ শেয়ারিংয়ের মত হোয়াটসঅ্যাপে ফাইল শেয়ারিং করার ব্যবস্থা চালু করার কথা জানা গিয়েছিল। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যাতে খুব সহজে কম সময়ে ফাইল, অডিয়ো বা ভিডিয়ো অন্য কাউকে পাঠাতে পারেন, তার জন্য এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে আর এরই সঙ্গে জুড়ে গেল স্ক্রিন শেয়ারিংয়ের (WhatsApp Screen Share) ফিচার্সও।


হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং কী ?


সারা পৃথিবীতে ভিডিয়ো মিটিং বা ভিডিয়ো-কলিং প্ল্যাটফর্ম হিসেবে খুবই জনপ্রিয় গুগল মিট বা জুম। এখানে ভিডিয়ো কল চলাকালীন নিজের ফোন বা ল্যাপটপের স্ক্রিন শেয়ার করা যায় খুব সহজেই। হোয়াটসঅ্যাপ এবার এরই অনুকরণে স্ক্রিন শেয়ারিংয়ের (WhatsApp Screen Share) ফিচার্স এনেছে। গুগল মিট, জুমের সঙ্গে টেক্কা দিতে মেটা-অধিকৃত হোয়াটসঅ্যাপ নিজেদের অভিনব ভিডিয়ো কনফারেন্সিং পদ্ধতি নিয়ে এল।


কীভাবে স্ক্রিন শেয়ার করা যাবে ?



  • হোয়াটসঅ্যাপ খুলে ভিডিয়ো কল অপশনে ক্লিক করে ভিডিয়ো কল চালু করুন।

  • যাকে কল করছেন, তিনি সেই কল পিক করার পরে বটম ট্যাবে লক্ষ করুন।

  • সুইচ ক্যামেরা অপশনের ঠিক পাশেই একটা অন্যরকম তির চিহ্ন দেখা যাবে।

  • ঐ বাটনে ক্লিক করলেই চালু হয়ে যাবে স্ক্রিন শেয়ার।

  • ভিডিয়ো কল চলাকালীনই এভাবে কনফারেন্সের মধ্যে স্ক্রিন শেয়ার করতে পারবেন যে কেউ।

  • একই ভাবে মোবাইল এবং ল্যাপটপ বা ডেস্কটপেও স্ক্রিন শেয়ার করা যায় হোয়াটসঅ্যাপে।

  • স্ক্রিন শেয়ার বন্ধ করতে হলে ফের হোয়াটসঅ্যাপ খুলে সেখান থেকে 'স্টপ স্ক্রিন শেয়ারিং' অপশনে একবার ক্লিকেই বন্ধ করা যাবে।


আরও কী কী আপডেট এসেছে ?


নিত্য নতুন আপডেট হতে থাকছে হোয়াটসঅ্যাপে (WhatsApp Update)। ব্লুটুথ শেয়ারিংয়ের কথা ভাবা হচ্ছে। এ নিয়ে কাজও চলছে। তবে এর আগে ভিডিয়ো কল চলাকালীন গান শোনার ব্যবস্থা, গুরুত্বপূর্ণ মেসেজ পিন করে রাখার সুবিধেও এখন পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপে।


হোয়াটসঅ্যাপে স্টোরেজ নিয়ে কী আপডেট ?


এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের একটি পৃথক স্টোরেজ থাকত যাতে এই মেসেজিং প্ল্যাটফর্মে পাঠানো সব মেসেজ, ছবি, ভিডিয়ো, ফাইল সমস্তই সঞ্চিত থাকত। এবার থেকে গুগল অ্যাকাউন্টেই সরাসরি সঞ্চিত হবে সব ফাইল। অর্থাৎ গুগল অ্যাকাউন্টের যে নির্ধারিত ১৫ জিবি ফ্রি স্টোরেজ, তার মধ্যেই হোয়াটসঅ্যাপের তথ্যও সঞ্চিত থাকবে। অতিরিক্ত স্টোরেজের জন্য গুণতে হবে মোটা টাকা।  


আরও পড়ুন: Whatsapp Update: স্টোরেজ বাড়লেই খসবে মোটা টাকা! কীভাবে অনায়াসে স্টোরেজ বাঁচাবেন ?