WhatsApp Chat Feature: এবার গ্রাহকদের জন্য archive chat ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি কিছু সময়ের জন্য পরীক্ষামূলকভাবে মোবাইসে দেখা গিয়েছে এই ফিচার। জেনে নিন, নতুন ফিচারের ফলে কী সুবিধা পাবেন গ্রাহক।


WhatsApp Chat Feature: নতুন ফিচারে কী সুবিধা ?
হোয়াটসঅ্যাপের এই আর্কাইভ চ্যাটের মাধ্যমে চাইলেই চ্যাট লিস্টের ভিড় কমাতে পারবেন ইউজার। সেই ক্ষেত্রে ব্যক্তিগত বা কোনও গ্রুপ চ্যাট লুকোনোর বা হাইড করার সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ। এই ফিচার এখন হোয়াটসঅ্যাপের ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্মে বিটা পরীক্ষকদের জন্য দেওয়া হয়েছে। যা বর্তমানে উইন্ডোজ 10 ও নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম সংস্করণের জন্য ডিজাইন করা একটি নেটিভ অ্যাপ হিসেবে তৈরি করা হচ্ছে।


WhatsApp Chat Feature: চাইলেই করতে পারবেন এই কাজ
এই ক্ষেত্রে গ্রাহক যখন খুশি আর্কাইভ থেকে চ্যাট আন-আর্কাইভ করতে পারবেন। রিপোর্ট বলছে, উইন্ডোজ বিটা সংস্করণ 2.2213.3.0-এর জন্য পরীক্ষামূলকভাবে WhatsApp ব্যবহারকারীদের এই ফিচার দিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে শীঘ্রই সবার জন্য পাওয়া যাবে এই সুবিধা। তবে রিপোর্ট বলছে, হোয়াটসঅ্যাপের এই আর্কাইভ চ্যাটের সুবিধা খুব একটা সহজ বিষয় নয়। চ্যাট আন-আর্কাইভ করলে চ্যাট লিস্ট রিফ্রেস হয় না। বর্তমানে কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্য়াপের মোবাইল ভার্সনে পাওয়া যাচ্ছে এই সুবিধা।নতুন বিটা রিলিজে মিডিয়া, ফাইল, লিঙ্ক, এনক্রিপশন ও গ্রুপগুলির জন্য নতুন আইকন রয়েছে যা আপনি চ্যাট বিকল্পটি অ্যাক্সেস করার সময় দেখতে পাবেন।


WhatsApp Chat Feature:আপনার কাছে আসবে কবে ?
WhatsApp বিটা পরীক্ষকরা মাইক্রোসফ্ট স্টোরের মাধ্যমে নতুন সংস্করণে আপডেট করতে পারেন। তবে নতুন ফিচারটি সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়। আপনি যদি এটি আপনার Windows ডিভাইসে ইনস্টল করেন, তবে বাগ পাবেন ফিচারে। গত সপ্তাহেই হোয়াটসঅ্যাপ তার UWP সংস্করণের জন্য 'view once'বৈশিষ্ট্যটি পরীক্ষা করতে দেখা গেছে। এটি সম্প্রতি একটি ডেডিকেটেড স্টিকার 
ট্যাবেও কাজ করছে, যা পরবর্তী পর্যায়ে Windows 10 ও নতুন ডিভাইসগুলিতেও পাওয়া যাবে।