মুম্বই : শেষ দু'বলে দুটো ছক্কা। গত আইপিএলে মরুদেশে ঝড় তোলা রাহুল তেওয়াতিয়ার (Rahul Tewatia) দুরন্ত জোড়া ছক্কায় আইপিএলে( IPL 2022) জয়ের হ্যাটট্রিক করে ফেলল গুজরাট টাইটান্স (Gujrat Titans)। শুবমন গিলের (Shubman Gill) শানদার ৯৬ রানের ইনিংসে কার্যত জয়ের ভিত তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু শুবমন ও ভুল বোঝাবুঝিতে অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) রান আউট হয়ে ফিরে যাওয়ার পরে আশঙ্কা তৈরি হয়েছিল গুজরাট সমর্থকদের। শেষপর্বে ম্যাচের রং ঘুরিয়ে দেওয়ার আনন্দে যখন মশগুল পাঞ্জাবের (Punjab Kings) ক্রিকেটাররা, তখন কার্যত 'রাহুল নাম তো শুনা হোগা'-র মতোই ফিল্মি মেজাজে শেষ দু'বলে দুটো ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করে দিলেন তেওয়াতিয়া।


গুজরাটের ইনিংস এগোল যে পথে


রান তাড়া করতে নেমে দ্রুত ম্যাথু ওয়েডের (৬) উইকেট দ্রুত হারালেও একপ্রান্ত আগলে রেখে দলকে টানতে থাকেন শুবমন গিল। তরুণ সাই সুদর্শনকে (৩৫) সঙ্গে নিয়ে ১০১ রানের পার্টনারশিপ জোড়েন শুবমন। দুরন্ত ছন্দে থাকা পাঞ্জাবের ব্যাটার আইপিএলের পাঞ্জাবর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে তাঁর টানা দ্বিতীয় অর্ধশতরানও করেন। ৫৯ বলে ১১ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে শানদার ৯৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। হাতছাড়া করেন শতরানের সুবর্ণ সুযোগ। শেষ ওভারে ডেভিড মিলারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে হার্দিক পাণ্ড্য (২৭) আউট হয়ে যেতে চিন্তার ভাঁজ বেড়েছিল গুজরাট শিবিরে। যদিও কার্যত সঙ্কটমোচন হয়ে অবতীর্ণ হয়ে ওডিন স্মিথের শেষ দুই বলে দুটো ছক্কা হাঁকিয়ে গুজরাটকে ম্যাচ জিতিয়ে দেন রাহুল তেওয়াতিয়া। এই নিয়ে এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতে জয়ের হ্যাটট্রিক করল গুজরাট শিবির।






পাঞ্জাবের ইনিংস


টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাটের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমে ব্যাট হাতে সফল হতে পারেননি জনি বেয়ারস্টো (৮)। অল্প রানেই সাজঘরে ফিরেছিলেন অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালও (Mayank Agarwal) (৫)। তৃতীয় উইকেটে শিখর ধবনকে (৩৫) (Shikhar Dhawan) সঙ্গে নিয়ে পাঞ্জাবের ইনিংস থিতু করেন লিভিংস্টোন। তারা ৫২ রানের পার্টনারশিপ জোড়েন। মাঝে জিতেশ শর্মাকে (২৩) নিয়েও ৩৮ রানের পার্টনারশিপ গড়েন। যদিও গুজরাটের তরুণ তুর্কি দর্শন নালকান্দে পরপর দুটো বলে জিতেশ ও ওডিনকে ফিরিয়ে ফের ধাক্কা দেন পাঞ্জাব শিবিরে। প্রথমে শিখর, মাঝে লিভিংস্টোন ও পরে ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত দেওয়া শাহরুখ খানকে সাজঘরে ফেরান রশিদ খান (৩/ ২২) (Rashid Khan)। মহম্মদ সামি, হার্দিক পাণ্ড্য ও লোকি ফার্গুসন একটি করে উইকেট নেন। শেষপর্বে ঝড় তুলে রাহুল চাহার (২২) ২০ ওভারের শেষে ৯ উইকেটে ১৮৯ রানে পৌঁছে দেন পাঞ্জাবের স্কোর।


আরও পড়ুন- বল-হাতে ভেলকি দেখিয়ে ব্যাটার রশিদে জোর আফগান ক্রিকেটারের