WhatsApp Feature: মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (WhatsApp) বিশ্বের অন্যতম জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ। ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে প্রায়শই নতুন ফিচার চালু হয়। এবার হোয়াটসঅ্যাপে আসছে একটি গুরুত্বপূর্ণ ফিচার। হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের জন্য এই ফিচার কার্যকরী হতে চলেছে। সম্প্রতি হোয়াটসপ বিটা অ্যান্ড্রয়েড 2.23.16.18 আপডেটে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। অতএব সব ইউজারদের জন্য দ্রুত এই ফিচার চালু হবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, গুগল প্লে স্টোরে এই আপডেট উপলব্ধ রয়েছে। নির্দিষ্ট বিটা টেস্টারদের ক্ষেত্রে এই 'অ্যাডমিন রিভিউ' ফিচারের রোল আউট শুরু হয়েছে। 


সূত্রের খবর, কোনও হোয়াটসঅ্যাপে গ্রুপে আসা কোনও মেসেজ যদি কোনও ইউজারের আপত্তিকর বা অশালীন বলে মনে হয় তাহলে তিনি তার ভিত্তিতে রিপোর্ট করার সুযোগ পাবেন। নির্দিষ্ট মেসেজের ক্ষেত্রে রিপোর্ট করা হলে সেই বার্তা গ্রুপ অ্যাডমিনদের কাছে পৌঁছে যাবে। তখন প্রেরকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনরা। ওই নির্দিষ্ট সেন্ডারকে গ্রুপ থেকে বের করে দেওয়া, যে মেসেজ বিরুদ্ধে রিপোর্ট জমা পড়েছে তা ডিলিট করা, এইসব ব্যবস্থা নেওয়া যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউজারদের নিরাপত্তা এই নতুন ফিচারের সাহায্যে আরও ভালভাবে বজায় থাকবে এটাই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। হোয়াটসঅ্যাপ গ্রুপের ইনফো স্ক্রিনে একটি নতুন সেকশন বা বিভাগ পাওয়া যাবে যেখানে রিভিউ অপশন থাকবে। এই রিভিউ মেসেজ অপশন খুলে তা ক্লিক করে কোনও গ্রুপ মেসেজ অ্যাডমিনদের কাছে রিভিউ করতে পাঠাতে পারবেন ইউজাররা। খুব সহজেই এই কাজ হবে। 


হোয়াটসঅ্যাপে আসছে আরও একটি নতুন ফিচার


সাধারণত হোয়াটসঅ্যাপে সাইন-আপ করতে চাইলে ইউজারকে নিজের নম্বর অথেনটিকেট করতে হয়। এক্ষেত্রে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসে। আর সেটা দিয়েই ইউজারের নম্বর অথেনটিকেট করা হয়। তবে শোনা যাচ্ছে, আগামী দিনে হোয়াটসঅ্যাপে ইউজারদের অ্যাকাউন্ট ভেরিফাই করার ক্ষেত্রে ইমেল আইডি-র অপশনও দেওয়া হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এই ফিচার চালু হলে আরও বেশি সুরক্ষিত থাকবে ইউজারদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। 


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WAbetainfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপের 2.23.16.15 ভার্সানে নতুন এই ফিচার লক্ষ্য করা গিয়েছে। তবে এখনও এই ফিচারের পাবলিক রিলিজ হয়নি, অর্থাৎ সমস্ত ইউজার নতুন হোয়াটসঅ্যাপ ফিচারের অ্যাকসেস পাননি। তবে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে ইউজারদের নিরাপত্তা সংক্রান্ত এই ফিচার চালু হবে বলে আশাবাদী ইউজাররা।


আরও পড়ুন- সারাদিন কম্পিউটার স্ক্রিনে তাকিয়েই কাজ? আরাম পেতে এবং চোখের স্বাস্থ্য ভাল রাখতে কী কী করবেন?