WhatsApp Features: মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে বলে শোনা গিয়েছে। এই ফিচার চালু হলে ইউজাররা অন্য ইউজারদের খুঁজতে পারবেন তাঁদের 'ইউজারনেম' (WhatsApp Username) দিয়েই। এর ফলে আর সেভাবে ফোন নম্বরের দরকার পড়বে না। বরং ইউজারের 'ইউজারনেম' দিয়েই খুঁজে নেওয়া যাবে ইউজারদের। হোয়াটসঅ্যাপে অনেক ইউজারেরই একটি নির্দিষ্ট ইউজারনেম থাকে। তার মাধ্যমে খুঁজে পাওয়া যাবে কনট্যাক্ট বা ইউজারদের। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৫.১৯- এই ভার্সান যা গুগল প্লে- এর মধ্যে রয়েছে সেখানে দেখা গিয়েছে এই নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ ভবিষ্যতের আপডেটে এই ফিচার যুক্ত থাকবে বলে অনুমান। সূত্রের খবর, এখন যেমন সার্চ বারে ইউজারদের খোঁজার জন্য তাঁদের কনট্যাক্ট নম্বর দেওয়া হয়, নতুন ফিচার চালু হলে সেক্ষেত্রে ইউজারনেম দেওয়া হবে। এর ফলে হোয়াটসঅ্যাপ ইউজারদের ফোন নম্বর আরও গোপনে এবং সুরক্ষিত থাকবে। তবে এই 'ইউজারনেম' ফিচারটি অপশনাল থাকবে। অতএব ইউজার চাইলে তা চালু করতে পারবেন। নাহলে বন্ধই থাকবে। তবে এই ফিচার যুক্ত হয়ে গেলে ইউজারদের প্রাইভেসির মাত্রা আরও একধাপ বাড়বে। হোয়াটসঅ্যাপের থেকে ইউজারের ফোন নম্বর যত্রতত্র ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 


হোয়াটসঅ্যাপে লকড চ্যাটে 'সিক্রেট কোড' ফিচার


হোয়াটসঅ্যাপে আজকাল যেমন কাজের কথা চলে, তেমনই চলে ব্যক্তিগত বার্তালাপ। এমনিতে হোয়াটসঅ্যাপ 'চ্যাট লক' দিয়ে লক করা যেতে পারে। তবে বিশেষ কারও সঙ্গে বার্তালাপে আপনি যদি এক স্তর বেশি সুরক্ষা যুক্ত করতে চান, তাহলে ব্য়বহার করতে পারেন  মেটার হোয়াটসঅ্যাপ-এর এই নতুন ফিচার। 


বৃহস্পতিবার একটি নতুন 'সিক্রেট কোড' বৈশিষ্ট্যটি চালু করেছে মেটা। হোয়াটসঅঅ্যাপ ব্যবহারকারীদের তাদের তাদের কোনও বিশেষ চ্যাট  লক করতে পারে। আর সেই চ্যাটগুলি আনলক করার জন্য সেট করতে হবে একটি 'ইউনিক পাসওয়ার্ড'। হোয়াটসঅ্যাপ-এ নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যুক্ত করা হয়েছে। ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি এর আগে এই বছরের মে মাসে 'চ্যাট লক' বৈশিষ্ট্যটি চালু করে। 


মেটার সিইও মার্ক জুকেরবার্গ (Meta CEO Mark Zuckerberg)একটি ব্লগ পোস্টে লিখেছেন, হোয়াটসঅ্যাপে চ্যাট লকের সিক্রেট কোড হল  অনন্য একটি পাসওয়ার্ড, যা  আপনার চ্যাটকে সুরক্ষিত করতে পারে৷ যে কেউ এই চ্যাট দেখে ফেলতে পারবে না। সার্চ বারে গিয়ে এই গোপন কোড টাইপ করতে হবে। তাহলেই বেরিয়ে আসবে  লক করা চ্যাট। কেউ অনিচ্ছাকৃতভাবেও  সবচেয়ে ব্যক্তিগত কথোপকথনগুলি দেখে ফেলবে না। 


আরও পড়ুন- ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেছেন? আর কি ফিরে পাওয়া সম্ভব? জেনে নিন সবিস্তারে