Whatsapp: কয়েকদিন আগেই মেটা (Meta) সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ ইঙ্গিত দিয়েছেন যে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপে সম্ভবত একটি চ্যাটবোট যুক্ত হতে চলেছে যা অনেকটা চ্যাট জিপিটি-র মতো হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন এই ফিচারের পাশাপাশি ইউজারদের জন্য আরও একইটি সুবিধা এবার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। ট্যাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে দুটো প্যানেলের ইন্টারফেসের সুবিধা পেতে চলেছেন ইউজাররা। এই নতুন ফিচারই যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। তবে এই নয়া ফিচার কবে চালু হবে তার নিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি। 


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- র নতুন একটি রিপোর্টে জানা গিয়েছে, ট্যাবলেটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের নতুন লেআউটের কথা ভাবা হচ্ছে। সাধারণত ট্যাবের স্ক্রিনজুড়ে থাকে চ্যাটবক্স। সেটারই পরিবর্তন হতে চলেছে। অনেকটা ডেস্কটপ বা ল্যাপটপ অর্থাৎ ওয়েব ভার্সানের লেআউট যুক্ত হতে চলেছে। সেক্ষেত্রে স্ক্রিনের একপাশে থাকবে সমস্ত চ্যাট কনট্যাক্ট। আর অন্যদিকে সেই চ্যাটবক্স খোলা থাকবে যেখানে ইউজার চ্যাট করবেন। ইউজারদের মধ্যে যাঁরা বড় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাঁদের এই নতুন ফিচার চালু হলে সুবিধা হবে। 


হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট 



মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচারের (Whatsapp New Feature) রোল আউট শুরু হয়েছে। এই নতুন ফিচার চালু হলে ইউজাররা হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেটে রিপোর্ট করতে পারবেন। ইউজারের হোয়াটসঅ্যাপে থাকা যেকোনও ইউজারের হোয়াটসঅ্যাপ স্টেটাস যদি আপত্তিকর হয়ে থাকে তাহলে সেখানে আপনি রিপোর্ট করার সুযোগ পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রে নতুন একটি 'রিপোর্ট' অ্যাকশন যুক্ত হতে চলেছে। আপাতত অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। মূলত যেসব ইউজাররা হোয়াটসঅ্যাপের নিয়মনীতির বাইরে গিয়ে কোনও স্টেটাস আপডেট করবেন তাঁদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার জন্যই এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। 


হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ


জানুয়ারি মাসেও ব্যাপক হারে অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। সম্প্রতি হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছে, জানুয়ারি মাসে ২.৯ মিলিয়ন অ্যাকাউন্ট নিষিদ্ধ (Whatsapp Account Banned) করা করা হয়েছে ভারতে। পয়লা জানুয়ারি ২০২৩ থেকে ৩১ জানুয়ারির মধ্যে মোট ১৪৬১টি রিপোর্ট জমা পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে। এর মধ্যে ১৯৫টি রিপোর্টের ভিত্তিতে কড়া পদক্ষেপ নিয়েছে মেটা অধিকৃত এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা। মোট যত রিপোর্ট জমা পড়েছে তার মধ্যে ১৩৩৭টি আবেদন ছিল অ্যাকাউন্ট নিষিদ্ধ করার। এর ভিত্তিতেও ২.৯ মিলিয়নের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে ২০২৩ সালের জানুয়ারি অর্থাৎ প্রথম মাসেই। 


আরও পড়ুন- স্মার্টফোনে ফুল চার্জ হবে মাত্র ৫ মিনিটে! দুরন্ত ফাস্ট চার্জিং সাপোর্টের ফোন আনছে রেডমি