Whatsapp New Feature: হোয়াটসঅ্যাপ গ্রুপের (Whatsapp Group) সদস্যদের জন্য একটি নতুন ফিচারের রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যদের ফোন নম্বরের পরিবর্তে নাম দেখা যাবে। চ্যাট লিস্টের ক্ষেত্রে এই নতুন ফিচার যুক্ত করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই নতুন আপডেট হোয়াটসঅ্যাপে যুক্ত হলে কোনও অচেনা নম্বর থেকে মেসেজ এলে ওই ইউজারের ফোন নম্বরের পরিবর্তে নাম দেখা যাবে। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের বুঝতে সুবিধা হবে যে কে মেসেজ করছেন। 


গতবছর ডিসেম্বর মাসে হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার চালু হয়েছিল যেখানে ইউজারদের ফোন নম্বরের সঙ্গে তাদের নাম swap করার সুবিধা পাওয়া যাবে। গ্রুপ চ্যাট উইন্ডোর ক্ষেত্রে বেশ সুবিধা দিয়েছিল এই ফিচার। গ্রুপ চ্যাটের মেসেজ বাবলে এই ফিচারের সুবিধা পাওয়া যায়। এর ফলে গ্রুপ চ্যাটে কোনও অজানা অচেনা নম্বর থেকে মেসেজ এলে সেটা কে পাঠিয়েছেন তার হদিশ সহজেই পাওয়া যায়। বর্তমানে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WAbetainfo জানিয়েছে, চ্যাট লিস্টের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই নতুন ফিচার চালু করতে চলেছে। আর তার ফলে ইউজারদের অনেক সুবিধা হবে। 


হোয়াটসঅ্যাপে যে ধরনের আধুনিক ও উন্নত ফিচার ইতিমধ্যেই চালু হয়েছে সেই নিরিখে হয়তো এই আপডেট দুর্দান্ত কিছু নয়। কিন্তু এই ফিচার চালু হলে ইউজারদের অনেক সুবিধা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অচেনা নম্বর থেকে মেসেজ এলেও কে পাঠিয়েছেন তা সহজে বোঝা যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা ছাড়া অবশ্য আর কেউ ওই অজানা ইউজারের নাম জানতে পারবেন না। 


আপাতত হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেট অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য 2.23.5.12 ভার্সানে এবং আইওএস বিটা ইউজারদের ক্ষেত্রে 23.5.0.73 ভার্সানে রোল আউট শুরু হয়েছে। সমস্ত পরীক্ষা নিরীক্ষায় সফল ভাবে পাশ করলে খুব তাড়াতাড়ি এই ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হবে। এই ফিচার কবে চালু হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। 


হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা


ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়ই নতুন নতুন ফিচার চালু করে। শোনা যাচ্ছে, আপাতত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা গ্রুপ অ্যাডমিনদের সাহায্য করবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে খবর, এমন একটি ফিচার চালু হতে চলেছে যার সাহায্যে গ্রুপের ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন অ্যাডমিনরা। কারণ এই নতুন ফিচারের সাহায্যে অ্যাডমিনরাই ঠিক করতে পারবেন যে কারা গ্রুপে জয়েন করবেন, আর কারা নয়। বর্তমানে এই approval feature নিয়ে চালু হয়েছে কাজকর্ম। হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সানে আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই মাধ্যমেই কার্যকর হবে এই নতুন ফিচার। অনেকসময়েই হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনভাইট লিঙ্কের ভিত্তিতে যুক্ত হওয়া যায়। সেক্ষেত্রে অ্যাডমিনদের হাতে নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে। অর্থাৎ তাঁরা ঠিক করতে পারবেন যে কারা গ্রুপে যুক্ত হতে পারবেন, আর কারা পারবেন না। 


আরও পড়ুন- ফোনে সফটওয়্যার আপডেট নোটিফিকেশন দেখেও এড়িয়ে যান ? হতে পারে এই বিপদ