গোয়া: আইএসএল ফাইনালের দামামা বেজে গিয়েছে। শনিবার, ১৮ মার্চ ফাইনালে মুখোমুখি এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি (ATK Mohun Bagan vs Bengaluru FC)। খেলা গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium)। তবে সেদিন সমর্থকদের জন্য ফুটবলের পাশাপাশি বিনোদনের একাধিক পসরা সাজানো থাকছে। থাকছে বিখ্যাত ডিজে-র পারফরম্যান্স, ফান কার্নিভাল-সহ আরও অনেক কিছু।
কোথায়, কখন খেলা
শনিবার, ১৮ মার্চ এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি ফাইনালে মুখোমুখি হচ্ছে। খেলা হবে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সন্ধ্যা ৭.৩০-এ। তার আগে বিকেল ৪টে থেকে শুরু হবে ফ্যামিলি কার্নিভাল। চলবে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত। সন্ধ্যা ৬.৩০ থেকে ৭.১৫ পর্যন্ত হবে সমাপ্তি অনুষ্ঠান।
সমাপ্তি অনুষ্ঠানের খুঁটিনাটি
ফাইনালের আগে পারফর্ম করবেন ডিজে চেতস। পাশাপাশি পারফর্ম করবে গোয়ার বিখ্যাত ব্যান্ড 'এ টোয়েন্টি সিক্স'। থাকছে ফিফা মোবাইল স্টল। সেখানে প্রচুর পুরস্কার জেতার সুযোগ পাবেন দর্শকেরা। থাকবে গেম জোনও।
টিকিট সংগ্রহ করবেন কীভাবে
বুক মাই শো অ্যাপ ও ওয়েবসাইটে টিকিট পাওয়া যাবে। টিকিটের ন্যূনতম দাম মাত্র ১০০ টাকা।
ফাইনালে সবুজ-মেরুন
হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে এটিকে মোহনবাগানের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের ৩০ মিনিটের খেলায় কোনও গোল হয়নি। হায়দরাবাদের জোয়াও ভিক্টর গোল করে শুরু করেন রুদ্ধশ্বাস টাইব্রেকার। কিন্তু ডানদিকে ঝাঁপিয়ে হাভিয়ে সিভেরিওর শট আটকে দেন গোল্ডন গ্লাভজয়ী বিশাল কায়েথ। সবাইকে অবাক করে দিয়ে তাদের সর্বোচ্চ গোলদাতা বার্থোলোমিউ ওগবেচের শট পোস্টে লেগে ফিরে আসে। তখনই জয়ের সেলিব্রেশন শুরু হয়ে যায় গ্যালারিতে। এটিকে মোহনবাগানের দিমিত্রিয়স পেট্রাটস, ফেদরিকো গায়েগো ও মনবীর সিংহ জালে বল জড়িয়ে দিলেও ব্রেন্ডান হ্যামিল গোলের বাইরে বল পাঠানোয় উত্তেজনার পারদ চরমে ওঠে।
হায়দরাবাদের দুই তরুণ সদস্য রোহিত দানু ও রেগন সিংহ ভুল না করায় শেষ শট নিতে যাওয়া সবুজ-মেরুন অধিনায়ক প্রীতম কোটালের ওপরই এসে পড়ে যাবতীয় চাপ। কিন্তু গোলে বল রাখতে বিন্দুমাত্র ভুল করেননি অভিজ্ঞ প্রীতম এবং তাঁর এই গোলের পরই আকাশ-বাতাস কাঁপিয়ে শব্দের বিষ্ফোরণ ঘটে যুবভারতীতে। হিমাচলের বিশালের সেভ ও বঙ্গসন্তান প্রীতমের এই গোলই বহু আকাঙ্খিত জয় এনে দেয় সবুজ-মেরুন বাহিনীকে।