নয়াদিল্লি: কনট্যাক্টে না থাকলেও হোয়াটসঅ্যাপে (WhatsApp)চ্যাট করতে পারবেন সেই ব্যক্তির সঙ্গে।নম্বর সেভ না করেই করা যাবে  এই কাজ। জেনে নিন, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের এই টোটকা।


WhatsApp message: বিশ্বের সোশ্যাল মিডিয়ার (Social Media) মানচিত্রে অন্যতম জনপ্রিয় প্লাটফর্ম মেটা (Meta)-র হোয়াটসঅ্যাপ। সহজ ইউজার ইন্টারফেস হওয়ার কারণে এই অ্যাপে মেসেজ করতে পছন্দ করেন অনেকেই। বেশিরভাগ ক্ষেত্রেই এই অ্যাপে বার্তা পাঠানো গ্রাহকের কাছে আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। যদিও অনেক সময় নম্বর সেভ না করার কারণে চ্যাট করা যায় না হোয়াটসঅ্যাপে।


এবার থেকে আর সেই সমস্যার মুখোমুখি হতে হবে না আপনাকে। সামান্য কৌশলেই খুলে যাবে নতুন দরজা। কনট্যাক্ট লিস্টে না থাকা ব্যক্তিদের হোয়াটসঅ্যাপে সহজেই পাঠাতে পারবেন মেসেজ। দেখে নিন কীভাবে করবেন এই কাজ ?


প্রথমে আপনার ব্রাউজার খুলুন, তারপর "https://wa.me/phonenumber"-এ যান।
URL-এ আপনি যে WhatsApp নম্বরটির সঙ্গে চ্যাট করতে চান, তাঁর সঙ্গে যোগাযোগ করুন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে- আপনি যদি 9999999999 নম্বরের সাথে চ্যাট করতে চান তবে আপনাকে "https://wa.me/919999999999" লিখতে হবে - নম্বরগুলির জন্যও আপনাকে একটি কোড দিতে হবে। ঠিক যেরকম ভারতে নম্বরগুলির আগে আমরা 91 সংখ্যা রাখি।
এখানে এন্টার ক্লিক করার পরে আপনি একটি সবুজ Continue to Chat নতুন হোয়াটসঅ্যাপ পেজ দেখতে পাবেন।
এই পর্বে Continue to Chat ক্লিক করলে একটি পপ আপ দেখবেন। এখানে আপনাকে WhatsApp desktop app-এ চ্যাট করার কথা বলা হবে। এই পপ আপের মধ্যে এবার “Open WhatsApp"-এ ক্লিক করুন।
এবার চ্যাট শুরু করে দিন।


আরও পড়ুন : Moto G31: ১৩ হাজার থেকে দাম শুরু, দেশে এই নতুন মিডরেঞ্জার আনল Motorola


আরও পড়ুন :Toyota Belta vs Skoda Slavia: অবিকল মারুতির সিয়াজ, বেল্টা নামে আসছে টয়োটার এই সেডান