Whatsapp Message Edit: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ (Whatsapp Features) সংস্থা প্রায়শই নতুন ফিচার লঞ্চ করে। ইউজাররা যাতে খুব সহজে এই মেসেজিং অ্যাপ (Messaging App) ব্যবহার করতে পারেন, সেদিকেই নজর থাকে হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষের। শোনা যাচ্ছে, এবার হোয়াটসঅ্যাপ সংস্থায় চালু হতে চলেছে এমন একটি ফিচার যার সাহায্যে একবার পাঠিয়ে ফেলা মেসেজও এডিট করার সুযোগ পাবেন ইউজাররা। Wabetainfo সূত্রে জানা গিয়েছে, আপাতত এই নতুন ফিচার নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আগামী দিনে হোয়াটসঅ্যাপ অ্যাপের নতুন আপডেটে এই ফিচার যুক্ত হবে। 


কতক্ষণ পর্যন্ত সময় পাবেন ইউজাররা


Wabetainfo সূত্রে জানা গিয়েছে, একটি মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত তা এডিট করার সময় পাবেন ইউজাররা। আমরা অনেকসময়েই তাড়াহুড়োয় কাউকে মেসেজ পাঠাতে গিয়ে ভুল টাইপ করে ফেলি। এক্ষেত্রে সেটা এডিটের সুযোগ পাওয়া যাবে। তবে শুধু টাইপের ভুল নয়, পাশাপাশি নতুন কিছু আগের মেসেজে যুক্ত করতে চাইলে সেটাও লেখা যাবে। অর্থাৎ কোনও মেসেজ পাঠানোর পর সেটা পুরোপুরি এডিটের সুবিধা পাবেন ইউজাররা।


তবে এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে পাঠানো কোনও মিডিয়া (ছবি, ভিডিও) ক্যাপশন এডিট করা যাবে না। আপাতত আইওএস ভার্সানের জন্য চলছে কাজকর্ম। দ্রুত চালু হবে বিটা টেস্টিং। অনুমান অ্যান্ড্রয়েড এবং ওয়েব ভার্সানেও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে। 


হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের (Group Chat) ক্ষেত্রে কল শিডিউলের (Cal Schedule) সুবিধা পাবেন। আসন্ন এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ দেখতে অনেকটাই গুগল মিট এবং মাইক্রোসফট টিমের মতো দেখতে লাগবে, যেখানে আপনি মিটিং আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন। তার ফলে যাঁরা মিটিংয়ে যুক্ত হবেন তাঁরা আগে থেকে প্রস্তুতি নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo এই ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। 


এছাড়াও এতদিন হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি বা ভিডিও আপলোড করার সুযোগ পেতেন ইউজাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু আপডেট। ৩০ সেকেন্ডের ভয়েস রেকর্ড করে স্টেটাসে দেওয়ার ফিচারও এবার রোল আউট করা হবে হোয়াটসঅ্যাপে। অন্যদিকে, কোনও ইউজার স্টেটাস আপডেট করলে তাঁর প্রোফাইল পিকচারের চারধারে একটি গোল রিং তৈরি হবে। চ্যাটের মধ্যে এরকম কোনও কনট্যাক্ট থাকলে সেখানে ক্লিক করলে আপনি সরাসরি স্টেটাস দেখতে পাবেন।


আরও পড়ুন- ৬০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হল ইনফিনিক্স স্মার্ট ৭, দাম কত? কী কী ফিচার রয়েছে