WhatsApp: হোয়াটসঅ্যাপের ভিডিও কলে (WhatsApp Video Call) ইউজারদের জন্য আরও একটি নতুন সুবিধা চালু করতে চলেছে সংস্থা, এমনটাই শোনা যাচ্ছে। ধরে নেওয়া যাক আপনি বন্ধুদের সঙ্গে কিংবা পরিবারের কারও সঙ্গে হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত রয়েছেন, আর সেই কল চলাকালীনই যদি আপনি মিউজিক (Music Video) শেয়ার করার অপশন পান এবং লাইভ সেই গান চালাতে পারেন যাতে ভিডিও কলের বাকি সকলে শুনতে পায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই নতুন ফিচারই লঞ্চ করতে চলেছে কর্তৃপক্ষ। অর্থাৎ ভিডিও কল চলাকালীনই ইউজাররা গান শেয়ার করতে পারবেন এবং তা লাইভ চালাতেও পারবেন যাতে ভিডিও কলে যুক্ত বাকি ইউজাররা তা শুনতে পান। বিভিন্ন রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ আইওএস বিটা ভার্সান ২৩.২৫.১০.৭২- এখানে ইউজারদের অন্য ইউজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করার এবং একসঙ্গে গান শোনার সুবিধা দেওয়া হয়েছে। এই স্ক্রিন শেয়ার ফিচারে শুধু যে অডিও বা গান শেয়ার করা যাবে তা কিন্তু নয়, মিউজিক ভিডিও-ও শেয়ার করতে পারবেন ইউজাররা।


অন্যদিকে জানা গিয়েছে, টেস্টারদের নিরিখে হোয়াটসঅ্যাপের ভিডিও কলের মাঝে গান শেয়ার করা এবং তা চালানোর ফিচারটি পাশ করে গিয়েছে। এবার শুধু সব ইউজারদের জন্য এই ফিচার চালু হওয়ার পালা। যদিও তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। মূলত আইওএস ভার্সানে অর্থাৎ আইফোন ইউজাররা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময়ে স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে গান শোনা কিংবা মিউজিক ভিডিও শেয়ারের কাজ করতে পারবেন। আপাতত আইওএস ভার্সানেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সানে এই ফিচার কবে চালু হবে বা আদৌ চালু হবে কিনা, সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। 


আইফোন ইউজাররা কীভাবে এই স্ক্রিন শেয়ার ফিচারের পরিষেবা পাবেন, চলুন দেখে নেওয়া যাক


প্রথমে আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপে গিয়ে ভিডিও কল শুরু করতে হবে। এরপর স্ক্রিনের ডানদিকে নীচের দিকে আপনি একটি স্ক্রিন শেয়ার আইকন দেখতে পাবেন। ফ্লিপ ক্যামেরা অপশনের পরেই ডানদিকে এই আইকন দেখা যাবে। এই ফিচার অ্যাক্টিভেট করলে ওই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে থাকা দু'পক্ষের ইউজারই ভিডিও কল চলাকালী অডিও এবং মিউজিক ভিডিও শোনার ও দেখার সুবিধা পাবেন। 


তবে এক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে হোয়াটসঅ্যাপ। যেমন ভিডিও কল চলাকালীন ইউজারদের ক্যামেরা অন রাখতে হবে। ভয়েস কলের ক্ষেত্রে নতুন ফিচার কাজ করবে না। আইফোনে হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হতে আর বেশি দেরি নেই বলেই অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপে ইউজাররা কবে স্ক্রিন শেয়ারের সুযোগ পাবেন তা এখনও স্পষ্ট নয়।


আরও পড়ুন- অ্যামাজনের মেগা ইলেকট্রনিক্স সেল, ২০০০ টাকার কম দামে কোন কোন ইয়ারবাডস কিনতে পারবেন?