Whatsapp Features: হোয়াটসঅ্যাপে আগেই চালু হয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ (Whatsapp Disappearing Message) ফিচার। মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপের জন্য ১৫টি নতুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ডিউরেশন নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ হল এমন একটি ফিচার যার সাহায্যে ইউজারের পাঠানো মেসেজ নির্দিষ্ট সময় পরে ডিলিট হয়ে যায়। এই নির্দিষ্ট সময় সেট করে রাখা যায়। বর্তমানে তিনটি ডিউরেশন সেট করার অপশন রয়েছে ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৯০ দিন। এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo। তবে এই ডিউরেশনের তালিকাতেই নতুন করে ১৫টি অপশন যুক্ত হতে চলেছে। এবার যুক্ত হবে- এক বছর, ১৮০ দিন, ৬০ দিন, ৩০ দিন, ২১ দিন, ১৪ দিন, ৬ দিন, ৫ দিন, ৪ দিন, ৩ দিন, ২ দিন, ১২ ঘণ্টা, ৬ ঘণ্টা, ৩ ঘণ্টা এবং ১ ঘণ্টা। নতুন এইসব ডিউরেশন চালু হলে নিঃসন্দেহে ইউজারদের হাতে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ প্রসঙ্গে আরও আরও নিয়ন্ত্রণ আসবে। এছাড়াও ডিসঅ্যাপিয়ারিং মেসেজ পাঠানোর ক্ষেত্রেও একটু সুবিধা হবে। 


হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সম্প্রতি অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) ভার্সানে বেশ কিছু নতুন ফিচার লঞ্চ করেছে। উইন্ডোজ (WIndows) ভার্সানেও যুক্ত হয়েছে বেশ কয়েকটি আপডেট। সম্প্রতি জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানের ইউজাররা ভিডিও মেসেজ শেয়ার করতে পারবেন। ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও শেয়ার করা যাবে। মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ সংস্থা ইউজারদের সুবিধার জন্য প্রায়ই নতুন ফিচার লঞ্চ করে। এবার আইওএস ভার্সানে চালু হচ্ছে নতুন ফিচার। আপাতত হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের আইওএস ইউজারদের জন্য নতুন এই ভিডিও মেসেজ শেয়ারিং ফিচার নিয়ে কাজকর্ম করছে। ইউজাররা নিজেদের কনট্যাক্ট লিস্টে থাকা শর্ট ভিডিও মেসেজ পাঠাতে পারবেন এই নতুন ফিচার চালু হয়ে গেলে। 


WAbetainfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ সংস্থা এই নতুন ভিডিও মেসেজ ফিচার নিয়ে শেষ পর্যায়ের কাজকর্ম চালাচ্ছে। এই ফিচারের সাহায্যে খুব সহজেই ভিডিও মেসেজ পাঠানো যাবে। চ্যাট বক্সের মাইক আইকনে ক্লিক করে যেভাবে অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠানো হয়, এখানেও বিষয়টা তেমনই। তবে এখানে ক্যামেরা বাটনে ক্লিক করে এই শর্ট ভিডিও পাঠানো যাবে। টেলিগ্রামেও রয়েছে এই ভিডিও নোট শেয়ার করার ফিচার। 


গত কয়েক মাস ধরেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের ফিচার অর্থাৎ আপডেট যুক্ত হয়েছে। কখনও হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। এমন ফিচারও চালু হয়েছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কোনও সদস্য বেরিয়ে গেলে সেটা শুধু অ্যাডমিন জানতে পারবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা কোনও মেসেজ ডিলিটের ক্ষমতাও রয়েছে অ্যাডমিনদের হাতে। কারা গ্রুপে যুক্ত হবেন সেটাও ঠিক করতে পারবেন গ্রুপ অ্যাডমিনরা।


আরও পড়ুন- ফেসবুক-ইনস্টাগ্রামেও এবার ট্যুইটারের মতো ব্লু টিক সাবস্ক্রিপশন, ভারতে খরচ কত?