WhatsApp: ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার (WhatsApp Feature)। অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে। জানা গিয়েছে, আগামী দিনে হোয়াটসঅ্যাপ স্টেটাসে (WhatsApp Status) অন্য ইউজারদের মেনশন করতে পারবেন। ফেসবুকের স্টোরি কিংবা ইনস্টাগ্রামের স্টোরিতে অন্য ইউজারকে ট্যাগ করা যায়। সেই জাতীয় একটি ফিচারই এবার চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপের স্টেটাসে। তবে গোটা বিষয়টায় থাকবে গোপনীয়তা। অর্থাৎ যিনি হোয়াটসঅ্যাপ স্টেটাস দিচ্ছেন এবং যাঁকে মেনশন করছেন, শুধু তাঁরা দু'জনই জানতে পারবেন। আপাতত এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আগামী দিনে কবে এই ফিচার সব ইউজারদের জন্য কবে চালু হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- এর একটি পোস্টে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা Android 2.24.20.3 আপডেটে এই ফিচার লক্ষ্য করা গিয়েছে। সব ইউজাররা এই ফিচার এখন দেখতে পাবেন না বা এর সুবিধা পাবেন না। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo একটি স্ক্রিনশট প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা গিয়েছে, আপনার হোয়াটসঅ্যাপে সেভ থাকা কনট্যাক্ট আগামী দিনে ট্যাগ করা যাবে হোয়াটসঅ্যাপে স্টেটাসে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম 'মেনশন'। এক্ষেত্রে ব্যবহার করা হবে ‘@' চিহ্ন। অর্থাৎ যেভা ফেসবুক স্টোরি কিংবা ইনস্টাগ্রাম স্টোরিতে ইউজারদের ট্যাগ করা হয় তেমনভাবেই হোয়াটসঅ্যাপ স্টেটাসেও পছন্দের ইউজারকে আপনি ‘@' চিহ্ন দিয়েই মেনশন বা ট্যাগ করতে পারবেন।
অন্যদিকে ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুকেও সিঙ্গল ট্যাপ করে স্টোরিতে থাকা ছবি, ভিডিওতে রিঅ্যাক্ট করা যায়। এবার তেমন ফিচারই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। এখন হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই ফিচার উপলব্ধ রয়েছে। আগামী দিনে সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপের এই ফিচার চালু হবে। হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৪.১৭.২১ ভার্সানে এই ফিচার দেখা গিয়েছে। হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি এবং ভিডিও শেয়ার করা যায় ২৪ ঘণ্টার জন্য। অর্থাৎ হোয়াটসঅ্যাপ স্টেটাসে ২৪ ঘণ্টা স্থায়ী হয় শেয়ার করা ছবি এবং ভিডিও। আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখলে যদি কারও ভাল লাগে তাহলে তিনি এবার থেকে লাইক রিঅ্যাকশন দিতে পারবেন। এমনই একটি ফিচার নিয়ে আপাতত কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আপনিও অন্যের হোয়াটসঅ্যাপ স্টেটাস ভাল লাগলে সেখানে লাইক দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ভার্সানেও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে। তবে নিশ্চিত কোনও দিনক্ষণ জানা যায়নি।
আরও পড়ুন- ৮০০০ টাকার কমে কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি ফোন, কী কী ফিচার রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।