Snapdragon 8 Gen 2 Chipset: কোয়ালকম (Qualcomm) সম্প্রতি নতুন স্ন্যাপড্রাগন চিপসেট (Snapdragon Processor) লঞ্চ করেছে। সদ্যই লঞ্চ হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর (Snapdragon 8 Gen 2 Chipset)। আগের থেকে আরও শক্তিশালী এই নতুন চিপসেট। ইতিমধ্যেই বেশ কিছু স্মার্টফোন কোম্পানি ঘোষণা করেছে তাদের কোন কোন ফোনে এই চিপসেট থাকবে। একনজরে দেখে নিন সেই তালিকা। 


শাওমি ১৩


শাওমি সংস্থা তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনের সিরিজ শাওমি ১৩ সিরিজ লঞ্চের পরিকল্পনায় রয়েছে। শোনা গিয়েছে, এই সিরিজের ফোনগুলিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। তবে এই সিরিজের সব ফোনে নতুন কোয়ালকম প্রসেসর থাকবে কিনা তা নিশ্চিত ভাবে জানা যায়নি। হতে পারে কিছু ফোনে হয়তো মিডিয়াটেক চিপসেট দেখা যাবে। অথবা মিডিয়াটেক এবং কোয়ালকম এই দুইয়ের সংমিশ্রণে তৈরি কোনও চিপসেট রয়েছে। তবে শাওমির এই নতুন স্মার্টফোন সিরিজের কিছু ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে এটা নিশ্চিত।


ওয়ানপ্লাস ১১


ওয়ানপ্লাস সংস্থা তাদের নতুন ফোন ওয়ানপ্লাস ১১ লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। এই ফোনে কোয়ালকম সংস্থার নতুন চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ থাকতে পারে বলে শোনা গিয়েছে। শক্তিশালী চিপসেটের সঙ্গে এই ফোনে থাকতে পারে Hasselblad ক্যামেরা সেনসর। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে ওয়ানপ্লাস ১১ ফোনে। এছাড়াও এই ফোনে ১০০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


ওপ্পো ফাইন্ড এক্স৬


ওপ্পো সংস্থা তাদের নতুন ফাইন্ড এক্স সিরিজ লঞ্চ করতে চলেছে। শোনা গিয়েছে, তারা লঞ্চ করবে ওপ্পো ফাইন্ড এক্স৬ ফোন। সেই ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। কবে এই ফোনে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অনুমান আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের শুরুর দিকে এই ফোন লঞ্চ হতে পারে।  


আইকিউওও ১১ প্রো


কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর নিয়ে ২০২৩ সালের জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও ১১ প্রো ফোন। তবে এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। আইকিউওও ১১ সিরিজের অন্তর্ভুক্ত হবে এই মডেল। এর সঙ্গে এই সিরিজে থাকতে পারে আইকিউওও ১১ ভ্যানিলা ফোন। এই দুই ফোন চিনে লঞ্চ হতে পারে চলতি বছরের শেষে। তারপর ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


মোটো এক্স৪০


চিনে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে মোটোরোলার নতুন ফোন মোট এক্স৪০। যদিও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে যে, মোট এক্স৪০ ফোন কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে। 


আরও পড়ুন- লঞ্চ হয়েছে রিয়েলমি ১০ প্রো সিরিজের ৫জি ভার্সান, দেখে নিন বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচার