Xiaomi Smartphones: এবছর ভারতে আরও একটি নতুন ফোন লঞ্চ করবে শাওমি (Xiaomi) কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) ফোন। যদিও এই ফোন কবে ভারতে আসবে সে ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, সম্ভবত ২০২৩ সালের প্রথম তিনমাসের মধ্যে এই ফোন ভারতে লঞ্চ হবে হবে। গতবছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসে চিনে শাওমি ১৩ সিরিজ লঞ্চ হয়েছে। এবার গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতে লঞ্চের পালা। অনুমান, এবছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে শাওমি ১৩ প্রো ফোন লঞ্চ হতে পারে। শাওমি ১৩ সিরিজে থাকতে পারে ভ্যানিলা বা বেস মডেল শাওমি ১৩ এবং শাওমি ১৩ প্রো- এই দুই ফোন। এছাড়াও শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে Leica ক্যামেরা সেনসর। অন্যদিকে শোনা গিয়েছে, শাওমি ১২ প্রো ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হবে শাওমি ১৩ প্রো ফোন। জনপ্রিয় টিপস্টার যোগেশ বরার আভাস দিয়েছেন যে এবছর মার্চেই শাওমি ১৩ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।


Mobile World Congress (MWC) 2023


চলতি বছরের এই ইভেন্টে শাওমি সংস্থার অনেক পরিকল্পনা প্রকাশ পাবে বলে মনে করা হচ্ছে। Leica ব্র্যান্ডের সঙ্গে নিজেদের যুক্ত হওয়ার কথা গ্লোবাল ফোরামে ঘোষণা করতে পারে শাওমি সংস্থা। এই Leica ব্র্যান্ড আসলে উন্নত মানের ক্যামেরা তৈরি করে। ইতিমধ্যেই শাওমি ১২এস সিরিজে ব্যবহার হয়েছে Leica ব্র্যান্ডের ক্যামেরা ফিচার। শাওমি ১৩ প্রো ফোনের ক্ষেত্রেও এই ক্যামেরা সেনসর থাকবে বলে মনে করা হচ্ছে। Leica ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক ও উন্নত মানের ক্যামেরা নিয়ে কাজকর্ম চালাচ্ছে শাওমি সংস্থা। শাওমি ১৩ আলট্রা ফোনে এইসব ক্যামেরা সেনসর থাকতে পারে। সেটাই এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষণা করতে পারে শাওমি কর্তৃপক্ষ। 


ওপ্পো রেনো ১০ সিরিজ


ভারতে ওপ্পো রেনো ৯ সিরিজ লঞ্চ হবে না। তবে ওপ্পো রেনো ১০ সিরিজ লঞ্চ হতে পারে। যদিও ওপ্পো সংস্থা এখনও ওপ্পো রেনো ১০ সিরিজের আনুষ্ঠানিক লঞ্চ প্রসঙ্গে কিছু ঘোষণা করেনি। এমনকি এই স্মার্টফোন সিরিজে কী কী ফোন থাকতে পারে সেই ব্যাপারেও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। বলা হচ্ছে, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের মাঝামাঝি সময়ে এই স্মার্টফোন সিরিজ ভারতের বাজারে লঞ্চ করবে। তবে এই প্রসঙ্গেও নিশ্চিত ভাবে কোনও তথ্য জানা যায়নি। অন্যদিকে আবার শোনা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে ওপ্পো রেনো ১০ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- প্রতারকদের নজরে আপনার কম্পিউটার ! এভাবে নিরাপদ রাখুন সিস্টেম