Xiaomi 13 Series: শাওমি ১৩ সিরিজ (Xiaomi 13 Series) পয়লা ডিসেম্বরেই লঞ্চ হতে চলেছে চিনে। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে শাওমি ১৩ (xiaomi 13), শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro)- এই দুই ফোন। শাওমি ১৩ সিরিজের ফোনে কোয়ালকমের নতুন চিপসেট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে চলেছে। এর পাশাপাশি শাওমি সংস্থা ১ ডিসেম্বরেই লঞ্চ করবে MIUI 14, শাওমি বাডস ৪ এবং শাওমি ওয়াচ এস২। এছাড়াও শোনা গিয়েছে, শাওমি ১৩ সিরিজের ফোনে হাই এন্ডের OLED প্যানেল থাকতে চলেছে। এই সিরিজের স্মার্টফোনগুলি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেমের সাহায্যে। ভারতেও শাওমি ১৩ সিরিজের ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শাওমি ১৩ সিরিজের দুটো ফোনে চমক থাকতে পারে ক্যামেরা ফিচারে। অন্তত বিভিন্ন সূত্রে তেমনই আভাস পাওয়া গিয়েছে। তবে কী ধরনের ক্যামেরা সেটআপ থাকবে বা কোন মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকবে তা এখনও প্রকাশ্যে আসেনি। 


শাওমি ওয়াচ এস২


শাওমি ১৩ সিরিজের সঙ্গে চিনে লঞ্চ হতে চলেছে শাওমি ওয়াচ এস২। এই স্মার্টওয়াচে থাকতে চলেছে একটি গোলাকার ডায়াল। তার সঙ্গে থাকবে বিভিন্ন স্টাইল এবং ডিজাইনের স্ট্র্যাপ। এর পাশাপাশি থাকবে বিভিন্ন স্পোর্টস মোড এবং হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম। 


শাওমি বাডস ৪


শাওমি সংস্থা একটি ইন-ইয়ার ইয়ারবাডসও লঞ্চ করতে চলেছে চিনে। এই ডিভাইসে থাকবে নয়েজ ক্যানসেলিং ফিচার। এছাড়াও এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। তিনটি রঙে এই ইয়ারবাডস লঞ্চ হতে পারে। 


ডিসেম্বর মাসে ভারতেও বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। সেই তালিকায় একাধিক নামিদামি সংস্থার ফোন রয়েছে। 



  • ভারতে রিয়েলমি ১০ প্রো সিরিজ লঞ্চ হতে চলেছে আগামী ৮ ডিসেম্বর। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে রিয়েলমি ১০ প্রো এবং রিয়েলমি ১০ প্রো প্লাস- এই দুই ফোন। 

  • মোটো এক্স৪০ ফোন চিনে খুব দ্রুত লঞ্চ হতে চলেছে এবং তারপর ভারতে লঞ্চ হবে এই ফোন। যদিও মোটোরোলা সংস্থা এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।

  • ওয়ানপ্লাস নর্ড সিরিজের আরও একটি ফোন ওয়ানপ্লাস নর্ড ৩ ভারতে দ্রুত লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কবে এই ফোন লঞ্চ হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি।

  • ওয়ানপ্লাসের আগামী ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ১১ খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। আগে চিনে এবং তারপর ভারত- সহ অন্যান্য দেশে এই ফোন লঞ্চ হবে।

  • ইনফিনিক্স সংস্থা ভারতে বাজেট ফ্রেন্ডলি ৫জি ফোন লঞ্চ করতে চলেছে। পয়লা ডিসেম্বরেই ইনফিনিক্স হট ২০ ফোন লঞ্চ হবে ভারতে।