Xiaomi Smartphones: অবশেষে প্রকাশ্যে এল ভারতে শাওমি ১৪ (Xiaomi 14) লঞ্চের দিন। শাওমি (Xiaomi) সংস্থা এক্স মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে ভারতে শাওমি ১৪ লঞ্চ হতে চলেছে আগামী ৭ মার্চ। চিনে আগেই (গতবছর অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর মসে) লঞ্চ হয়েছে এই ফোন। শাওমি ১৪ সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে ২৫ ফেব্রুয়ারি। সেই সময় চলবে মোবাইল ওয়াল্ড কংগ্রেস। শাওমি কর্তৃপক্ষের ঘোষণায় বোঝা গিয়েছে ভারতে শাওমি ১৪ সিরিজের ভ্যানিলা মডেল লঞ্চ হবে, এটা নিশ্চিত। তবে শাওমি ১৪ প্রো অথবা শাওমি ১৪ আলট্রা ভারতে হয়তো লঞ্চ হবে না। 


চিনে লঞ্চ হওয়া শাওমি ১৪ ফোনে কী কী ফিচার রয়েছে



  • এই মডেলে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্রসেসর। এছাড়াও রয়েছে ৬.৩৬ ইঞ্চির LTPO ডিসপ্লে, যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এছাড়াও ডিসপ্লের অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং ১ টিবি UFS 4.0 স্টোরেজ। ভারতীয় ভ্যারিয়েন্টে চিনে লঞ্চ হওয়া ফোনের মতো ফিচার থাকবে বলে অনুমান করছেন অনেকে।

  • শাওমি ১৪ ফোনে Leica ব্র্যান্ডের ক্যামেরা সেনসর রয়েছে। রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। আর রয়েছে একটি Summilux লেন্স। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর রয়েছে। 

  • এই ফোনে ৪৬১০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। 


ভারতে আসছে ভিভো ওয়াই২০০ই ফোন


ভিভো ওয়াই২০০ই ফোন ভারতে চলতি মাসে ফেব্রুয়ারিতেই লঞ্চ হবে এই আভাস আগেই পাওয়া গিয়েছিল। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিনক্ষণ। ভিভো ওয়াই২০০ই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২২ ফেব্রুয়ারি। ওই একই দিনে আবার লঞ্চ হবে আইকিউওও নিও ৯ প্রো ফোনে। নীল এবং কমলা রঙে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২০০ই ফোন। ডায়মন্ড ব্ল্যাক এবং স্যাফরন ডিলাইটস- এই দুই শেডে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে ভিভো ওয়াই২০০ই ফোনে। ফোনের ব্যাক প্যানেলে আয়তাকার ক্যামেরা মডিউলের মধ্যে গোলাকার ক্যামেরা সেনসর ইউনিট থাকবে। ফোনের রেয়ার প্যানেলে লম্বালম্বি সাজানো থাকবে ক্যামেরা সেনসর। এছাড়াও থাকবে ছোট গোলাকার এলইডি ফ্ল্যাশ। 


আরও পড়ুন- একধাক্কায় দাম কমল ১৫ হাজার ! স্যামসাং গ্যালাক্সির প্রিমিয়াম ৫জি ফোন পাবেন অনেকটাই কম দামে