Xiaomi Smartphones: শাওমি ১৪ সিরিজ (Xiaomi 14 Series) চিনে লঞ্চ হয়েছে গত বছর অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর মাসে। এবার এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে গ্লোবাল মার্কেটে। আগামী ২৫ ফেব্রুয়ারি শাওমি ১৪ সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। শাওমি ১৪ (Xiaomi 14), শাওমি ১৪ প্রো (Xiaomi 14 Pro) এই দু'টি ফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে। শাওমি ১৪ আলট্রা (Xiaomi 14 Ultra) ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪- এ শাওমি ১৪ সিরিজের আলট্রা মডেল গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। এই ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি। তবে সম্প্রতি শাওমি সংস্থার সিইও Lei Jun নির্দিষ্ট করেই জানিয়েছেন, শাওমি ১৪ সিরিজ গ্লোবাল মার্কেটে ২৫ ফেব্রুয়ারি লঞ্চ হবে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ ইভেন্ট শুরুর একদম আগের দিন। তবে শাওমি ১৪ আলট্রা মডেল কবে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে নিশ্চিত ভাবে তা জানা যায়নি। শাওমি ১৪ সিরিজ গ্লোবাল মার্কেটের সঙ্গে একই দিনে ভারতেও লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। শাওমি ১৪, শাওমি ১৪ প্রো এবং শাওমি ১৪ আলট্রা- এই তিনটি ফোনই ভারতে লঞ্চ হবে কিনা সেই ব্যাপারেও নির্দিষ্ট ভাবে কোনও তথ্য ঘোষণা করেনি সংস্থা। 


শাওমি ১৪ আলট্রা ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন একনজরে 


Geekbench- এর ওয়েবসাইটে শাওমি ১৪ আলট্রা ফোনের নাম দেখা গিয়েছে। সেখানে এই ফোনের মডেল নম্বর 24030PN60G। এই ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে বলে অনুমান করা হচ্ছে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকতে পারে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এর সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। এই ফোএ ৬.৭ ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে একটি আলট্রা সোনিক ই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে। এছাড়াও শাওমি ১৪ আলট্রা ফোনে দেখা যেতে পারে কোয়াড রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের Sony LYT-900 প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ৫১৮০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াটের ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


আরও পড়ুন- ভারতে আসছে আইকিউওও নিও ৯ প্রো ৫জি ফোন, কোন কোন ফিচার নিশ্চিত ভাবে থাকতে চলেছে এই মডেলে?